সুরমা টাইমস রিপোর্টঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় (শাবি) প্রধান গেটের সামনে এক দর্জি দোকানের কর্মচারীকে কুপিয়ে হত্যা ও নগরীর জিন্দবাজারে আরেক কর্মচারীকে কুপিয়ে আহত করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত সাড়ে ৮ টার দিকে শাবি গেটে ও সন্ধ্যা সাড়ে ৬ টায় জিন্দাবাজারের ওভারসিজ সেন্টারে এ ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন ওরফে (২৩) সিলেট সদর উপজেলার খাদিমনগরের লাখাউড়া গ্রামের চান মিয়ার ছেলে। জাকির নগরীর জিন্দবাজারের একটি টেইলার্সের দোকানের কর্মচারি বলে জানা গেছে। প্রেম করে বিয়ে সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকান্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন জালালাবাদ থানার ওসি গৌসুল হোসেন। তিনি জানান, প্রাথমিকভাবে প্রেমের বিষয়টি জানা গেছে। তাকে কারা হত্যা করেছে সে বিষয়টি এখনও নিশ্চিত নয়। তবে মেয়ের পরিবারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
স্থানীয়রা জানান, জাকির রাত সাড়ে ৮ টার দিকে পায়ে হেটে বিশ্ব বিদ্যালয় গেটের সামনের একটি দর্জি দোকানে যাচ্ছিলেন। সেখানে প্রায়ই আড্ডা দিতেন জাকির। গতকাল ওই দোকানে যাওয়ার সময় একটি সিএনজি অটোরিকসা যোগে কয়েকজন যুবক তাকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষানা করেন।
একটি সুত্রে জানা গেছে, জাকির গত ৩ মাস আগে প্রেম করে টুকেরবাজার ইউনিয়নের নোয়াখরিদ এলাকার এক মেয়েকে পালিয়ে গিয়ে বিয়ে করেন। বিয়ের ব্যাপারটি মেয়ের পরিবার মেনে নেয়নি। গত রমজান মাসে জাকিরের স্ত্রী তার সঙ্গে ঝগড়া করে পিত্রালয়ে চলে যান। পরবর্তীতে জাকিরের সাথে তার শশুর বাড়ির লোকজনের বিরোধ দেখা দেয়। ধারণা করা হচ্ছে, সেই বিরোধ থেকে ঘটনা ঘটতে পারে।
খবর পেয়ে মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (দণি) এজাজ আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, হত্যার কারণ উদঘাটনে চেষ্টা করছে পুলিশ।
এদিকে বুধবার সন্ধ্যায় নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজার ওভারসিজ সেন্টারে এক কর্মচারীকে কুপিয়ে আহত করা হয়েছে। আহত কর্মচারী রাজু আহমদকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে ওভারসিজ সেন্টারের হক মিয়ার মালিকানাধীন নিউ ফ্যাশন ফেয়ারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার এক মহিলা ফ্যাশন ফেয়ার থেকে একটি থ্রি কোয়ার্টার প্যান্ট কেনেন। গতকাল বুধবার ওই মহিলা প্যান্ট ফেরত নিয়ে আসেন। তিনি দোকানের কর্মচারীদের কাছে প্যান্ট রেখে টাকা ফেরত চান। দোকান কর্তৃপ টাকার পরিবর্তে অন্য কিছু নিয়ে যাওয়ার জন্য বলেন। তখন দোকান কর্মচারীদের ওই মহিলা তার সঙ্গে আসা যুবকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই যুবক তাদেরকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়। সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ওই যুবক সহযোগীদের নিয়ে দোকানের ভেতর ঢুকে রাজু আহমদকে উপুর্যপরি ছুরিকাঘাত করে চৌহাট্্রা পয়েন্ট দিয়ে চলে যায়। তাদের হাতে অস্ত্র দেখে ভয়ে কেউ এগিয়ে যেতেও পারেনি।
এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সহকারী কমিশনার মোহাম্মদ আইয়ুব বলেন, তাকে সন্ত্রাসীরা ছুরিকাঘাত করেছে। বেশ রক্তরণ হয়েছে। আসামীদের ধরার চেষ্ঠা চলছে। এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত দর্জি কর্মচারী জাকিরের শশুড়বাড়ী নোয়াখরিদ গ্রামে যায় পুলিশ। রাত ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ঐ বাড়ি ঘেরাও করে রাখে।
বিস্তারিত... http://surmatimes.com/2013/10/02/36059.aspx/
via Sylhet News | সুরমা টাইমস http://feedproxy.google.com/~r/surmatimes/~3/pusDKJMOQiM/
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন