সুরমার ডাক রিপোর্টঃ সিলেটের তরুণ প্রতিভাবান সাংবাদিক ও দৈনিক সিলেটের ডাক’র স্টাফ রিপোর্টার এমরান আহমদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। আজ এমরান স্মরণে গোটাটিকর দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছে এমরানের স্মৃতি বিজরিত গোটাটিকর ব্রাদার্স ক্লাব। এমরান গোটাটিকর ব্রাদার্স ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। আগামীকাল শুক্রবার বাদ জুম’আ এমরানের রুহের মাগফেরাত কামনায় গোটাটিকর জামে মসজিদে গোটাটিকর ব্রাদার্স ক্লাবের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গত ২০১২ সালের ৩ অক্টোবর বিকেল ৫টায় গোটাটিকরস্থ নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তরুন এ সাংবাদিক। ঐদিন তার মৃত্যুর খবর চারিদিকে ছড়িয়ে পড়লে পুরো সিলেট জুড়ে নেমে আসে শোকের ছায়া। এমরান নগরীর গোটাটিকর এলাকার মৃত মরহুম সমছু মিয়ার দ্বিতীয় ছেলে। পাঁচ ভাই ও এক বোনের মধ্যে তার অবস্থান ছিল তৃতীয়। তিনি সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর আব্দুল জলিল নজরুলের ভাতিজা। মরহুম এমরান আহমদ স্বল্প সময়ে সিলেটের সাংবাদিক অঙ্গনে তাঁর লেখনির মাধ্যমে ব্যাপক সোনাম অর্জন করেছিলেন। এমরান ২০০৭ সালে দৈনিক কাজিরবাজার পত্রিকার মাধ্যমে এমরানের সাংবাদিকতা জীবন শুরু। সেখানে দীর্ঘদিন কর্মরত ছিলেন। দুই বছর পূর্বে দৈনিক সিলেটের ডাক-এ স্টাফ রিপোর্টার হিসেবে
যোগ দেন। এসময় সিলেট সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ড নিয়ে তার লেখা সিরিজ রিপোর্ট ব্যাপক আলোচিত হয়। এছাড়া, বেশ কয়েকটি অনুসন্ধানী রিপোর্ট পাঠক-বোদ্ধা মহলের প্রশংসা কুড়ায়। সিলেট প্রেসক্লাবের সদস্য ছিলেন তিনি।
(2)
via Daily Surmar Dak http://surmardak.com/2013/10/03/3195.html/
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন