.bangla { font-family: SolaimanLipi, Rupali, "Times New Roman", Serif, Vrinda; font-size: 15pt; }
Blogger Widgets

০৩ অক্টোবর, ২০১৩

ফুটপাথ উচ্ছেদ কি শুধুই আই ওয়াশ ?

Sylhet Footpath সুরমা টাইমস রিপোর্টঃ সিলেট নগরীর প্রধান সড়ক ও মোড়ের দৃশ্যপট ক্ষণে ক্ষনে ভিন্ন রুপ নিচ্ছে । ফুটপাতগুলোর দিনে এক চেহারা আবার রাতে আরেক। বখাটে ও নিশিবালারা রাতে আর দিনের বেলায় কানভ্যাসার ও ভাসমান দোকানিরা এখনো দাপট দেখিয়ে স্বদর্পে ঘুরে বেড়াচ্ছে। এদের দৌরাত্মের কারণে পথচারীরা রাস্তায় চলাচল করতে যেমন সমস্যায় পড়েন তেমনি বিব্রতকরও। নগরবাসী মনে করছেন সার্বণিক আইন-শৃংখলা বাহিনীর টহল জোরদার করা হলে ফুটপাতের এ সকল ক্যানভ্যাসার, ঠেলাওয়ালা ফাড়া-ছেড়া নোট ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করা সম্ভব। গতকাল সন্ধ্যার পর কোতয়ালী মডেল থানার ওসি’র নির্দেশে একদল পুলিশ অভিযান চালিয়ে ক্যানভাসারদের ব্যবসা বন্ধ করতে নির্দেশ দেয়।

দৃশ্যপট-১ : সুরমা মার্কেট এখানে চলে ফাড়া-ছেড়া নোট ব্যবসা। এ ব্যবসা নিয়ন্ত্রণ করেন জমির নামের এক ব্যক্তি। সম্প্রতি জমির র‌্যাবের হাতে গ্রেফতার হয়ে কয়েক মাস কারা ভোগ করেন। কারাগার থেকে বেরিয়ে আবার পুরোদমে এ ব্যবসা চালাচ্ছে। তার নিয়ন্ত্রণে বন্দর বাজারসহ নগরীর বেশকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ফাড়া-ছেড়া নোট ব্যবসা চলছে।

দৃশ্যপট-২ : কোর্ট মসজিদ সংলগ্ন যাত্রী ছাউনীর সামনে আবুল পানের দোকানের আড়ালে গাজার ব্যবসা চলছে। অভিদ ও ইসলাম ভূয়া শ্রীপুরের টেবলেট বিক্রি করে থাকে। গান বাজনা দিয়ে লোক সমাগম করে বিশাল মজমা বসিয়ে অভিদ ও ইসলাম নগরীতে আসা লোকজনদের পকেটের টাকা হাতিয়ে নিচ্ছে। মজমা দেখতে গিয়ে পথচারীদের টাকা পয়সা, মূল্যবান কাগজপত্র কৌশলে পকেটমার চক্র নিয়ে যায়। ক্যানভাসার অভিদ ও ইসলাম প্রতিবেদককে জানায়, তারা সবকিছু ম্যানেজ করে ব্যবসা করছে।

দৃশ্যপট ৩ : নগরীর হাসান মাকেট ও সুরমা মার্কেটের মোড়। প্রতিদিন সন্ধ্যার পরে বেড়ে যায় অবাঞ্চিত মহিলাদের দৌরাত্ম। পথিক খদ্দের তারা বাগাতে নানা কৌশল অবলম্বন করে। এ দৃশ্য দেখে পথচারি অনেকেই বিব্রতবোধ করেন।






বিস্তারিত... http://surmatimes.com/2013/10/02/36065.aspx/





via Sylhet News | সুরমা টাইমস http://feedproxy.google.com/~r/surmatimes/~3/iGdTWOKBm7U/

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

 

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক সংবাদ

সম্পাদক ও প্রকাশকঃ এস,এম, জহুরুল ইসলাম, দৈনিক সিলেট ভুমি কার্যালয়:- ইদ্রিছ মার্কেট-১৪/২,সিলেট-৩১০০ থেকে প্রকাশিত। Email: sylhetbhumi2013@gmail.com, Mobile: 01714-674551, .সর্ব স্বত্ব সংরক্ষিতঃ দৈনিক সিলেট ভুমি-২০১৩।> Copyright ©> Sylhet News-Sylhet Bhumi Design by DINAR-01717092424 | Theme by Sylhet Bhumi | Powered by Sylhet Bhumi