ফিলিপাইনে চালের গুদামে জনতার হামলা, দেয়াল ধসে নিহত ৮
সিলেট ভুমিঃ ফিলিপাইনে শক্তিশালী টাইফুনের আঘাতে বিধ্বস্ত তাকলোবানের অ্যালেঙ্গানাং শহরে চালের গুদামে জনতা হামলা চালিয়েছে। এ সময়ে গুদামের দেয়াল ধসে ৮ জন প্রাণ হারিয়েছেন। তাকলোবান থেকে ১৭ কিলোমিটার দূরে অ্যালেঙ্গানাং শহর অবস্থিত।দানব টাইফুনের আঘাত থেকে প্রাণে বেঁচে যাওয়া বিপুল সংখ্যক লোক গুদাম ঘরটিতে হামলা চালায়। বুধবার সরকারি কর্মকর্তা এ কথা জানান। সরকারের চাল বাণিজ্য সংস্থার জাতীয় খাদ্য কর্তৃপক্ষ বিষয়ক মুখপাত্র রেঙ ইস্তোপারেজ মঙ্গলবার বলেন, ওই গুদামঘরে হামলা চালানোর সময় এর একটি দেয়াল ধসে পড়ে। এতে দেয়াল চাপায় ঘটনাস্থলেই ৮ জনের প্রাণহানি ঘটে।
সিলেট ভুমিঃ ফিলিপাইনে শক্তিশালী টাইফুনের আঘাতে বিধ্বস্ত তাকলোবানের অ্যালেঙ্গানাং শহরে চালের গুদামে জনতা হামলা চালিয়েছে। এ সময়ে গুদামের দেয়াল ধসে ৮ জন প্রাণ হারিয়েছেন। তাকলোবান থেকে ১৭ কিলোমিটার দূরে অ্যালেঙ্গানাং শহর অবস্থিত।দানব টাইফুনের আঘাত থেকে প্রাণে বেঁচে যাওয়া বিপুল সংখ্যক লোক গুদাম ঘরটিতে হামলা চালায়। বুধবার সরকারি কর্মকর্তা এ কথা জানান। সরকারের চাল বাণিজ্য সংস্থার জাতীয় খাদ্য কর্তৃপক্ষ বিষয়ক মুখপাত্র রেঙ ইস্তোপারেজ মঙ্গলবার বলেন, ওই গুদামঘরে হামলা চালানোর সময় এর একটি দেয়াল ধসে পড়ে। এতে দেয়াল চাপায় ঘটনাস্থলেই ৮ জনের প্রাণহানি ঘটে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন