.bangla { font-family: SolaimanLipi, Rupali, "Times New Roman", Serif, Vrinda; font-size: 15pt; }
Blogger Widgets

জাতীয় সংবাদ

অধিকার আদায়ের সংগ্রামে গিয়াস কামালের ভূমিকা অগ্রণী : স্মরণ সভায় বক্তারা

সিলেট ভুমিঃ গিয়াস কামাল চৌধুরী বাংলাদেশের এক কিংবদন্তী সাংবাদিক। অধিকার আদায়ের সংগ্রামে তার ভূমিকা ছিল অগ্রণী। গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রামে  তার অবদান চির স্মরণীয়।  শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তারা এভাবেই তুলে ধরলেন সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর বর্ণাঢ্য কর্মময় দিনগুলোর কথা। গিয়াস কামাল স্মৃতি সংসদ আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ। বেলাল মিল্লাতের পরিচালনায় আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ নেন গণস্বাস্থ্যের পরিচালক ডা. জাফরুল্লাহ চৌধুরী, সম্পাদক মুশফিকুল ফজল আনসারী, সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এলাহী নেওয়াজ খান সাজু, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভাইস-প্রেসিডেন্ট আমিনুল ইসলাম কাগজী, সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, সাংবাদিক সৈয়দ রেজাউল করিম হায়দার, ভাসানী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর অধ্যাপক খলিলুর রহমান, ভয়েস আমেরিকা ফ্যানক্লাবের আব্দুল হালিম সরকার, ফটো সাংবাদিক ও জাস্ট নিউজের সিনিয়র ফটো এডিটর একেএম মহসিন, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক প্রধান জনসংযোগ কর্মকর্তা আব্দুর রহমান প্রমুখ।

পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন গিয়াস কামালের পুত্র রফিকুল মুনির চৌধুরী, ছোট ভাই ড. নাসির আহমেদ চৌধুরী ও ছোট বোন ফতেমা আহসান ।

সভায় বক্তারা বলেন, মরহুম গিয়াস কামাল ছিলেন, অনেক গুণে গুণান্বিত। দেশের এ সংকটময় মুহূর্তে তার প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে প্রবলভাবে।  তিনি ছিলেন এক অনন্য সাধারণ গুণের অধিকারী। পেশার প্রতি তিনি যেমন ছিলেন অবিচল, তেমনি সাংবাদিকদের অধিকার আদায়ে ছিলেন সর্বদা সোচ্চার।

নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে গিয়াস কামালের সাহসী ভূমিকার কথা স্মরণ করে বক্তারা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান অনস্বীকার্য। ভয়েস আমেরিকার বাংলা বিভাগের মাধ্যমে তিনি স্বৈরাচারের বিরুদ্ধে তার কন্ঠকে শাণিত করেছিলেন আবার স্বশরীরে রাজপথের আন্দোলনেও তিনি ছিলেন সম্মুখ সারিতে। 

উল্লেখ্য, মরহুম গিয়াস কামাল চৌধুরী জন্মগ্রহণ করেন  ২১ জুলাই, ১৯৩৯ ফেনী জেলায়। গত ২৬ অক্টোবর, ২০১৩ সালে তিনি ইহলোক ত্যাগ করেন।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

 

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক সংবাদ

সম্পাদক ও প্রকাশকঃ এস,এম, জহুরুল ইসলাম, দৈনিক সিলেট ভুমি কার্যালয়:- ইদ্রিছ মার্কেট-১৪/২,সিলেট-৩১০০ থেকে প্রকাশিত। Email: sylhetbhumi2013@gmail.com, Mobile: 01714-674551, .সর্ব স্বত্ব সংরক্ষিতঃ দৈনিক সিলেট ভুমি-২০১৩।> Copyright ©> Sylhet News-Sylhet Bhumi Design by DINAR-01717092424 | Theme by Sylhet Bhumi | Powered by Sylhet Bhumi