বাপ্পার পরিবর্তে এসআই টুটুল
সিলেট ভুমিঃ এটিএন বাংলায় প্রতি শনি রাত ৮টায় সরাসরি সমপ্রচার হচ্ছে লাইভ মিউজিক্যাল শো ‘রবি রক এন্ড রিদম’। বসুন্ধরাস্থ এটিএন বাংলার স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয় অনুষ্ঠানটি। শুরু থেকে অনুষ্ঠানটির উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার। শনিবার (১৬ নভেম্বর) থেকে অনুষ্ঠানটির উপস্থাপনায় পরিবর্তন আসছে। এখন থেকে রবি রক এন্ড রিদম উপস্থাপনা করবেন কণ্ঠশিল্পী এসআই টুটুল। অনুষ্ঠানের এবারের পর্বে অংশ নেবে ব্যান্ডদল অরবিট। ইভা রহমানের পরিচালনায় গতানুগতিক ধারার বাইরে ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। গানের ফাঁকে ফাঁকে উপস্থাপক অতিথির সাথে আলাপচারিতায় অংশ নেন। আলোচনায় উঠে আসে শিল্পীর সঙ্গীত জীবনের নানা অজানা কথা, জনপ্রিয় গান ও সুর স্বৃষ্টির পেছনের কথা।
ভিন্ন আঙ্গিকে সাজানো এ অনুষ্ঠানে এসএমএস, ই মেইল এবং ফেইস বুক এর মাধ্যমে দর্শকদের জন্য অনুষ্ঠানে আগত শিল্পীর কাছে পছন্দের গানের অনুরোধ পাঠানোর সুযোগ রয়েছে।
অনুষ্ঠানে প্রিয় শিল্পীকে গানের অনুরোধ জানাতে এসএমএস পাঠাতে হবে ২০১০ নম্বরে। ‘রক এন্ড রিদম’ অনুষ্ঠানটি প্রযোজনা করছেন বিলাস খান।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন