.bangla { font-family: SolaimanLipi, Rupali, "Times New Roman", Serif, Vrinda; font-size: 15pt; }
Blogger Widgets

খেলাধুলা

ক্রিকেট দেবতা শচিন আউট ৭৪ রানে

সিলেট ভুমিঃ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্টে দ্বিতীয় দিন সকালেই অর্ধশতকের দেখা পেয়েছেন ক্রিকেটের মহাতারকা শচিন টেন্ডুলকার। কিন্তু অর্ধশতকের দেখা পেলেও শেষ পর্যন্ত ৭৪ রানের আউট হন এই তারকা ব্যাটসম্যান। বৃহস্পতিবার ৩৮ রানে অপরাজিত থেকে লিটল মাস্টার যখন মাঠ ছাড়ছিলেন, গ্যালারি থেকে আসছিল একটাই গর্জন’ শচীন...শচীন...শচীন...’!!! সেঞ্চুরি করে মাঠ ছাড়ার পরও দর্শকদের কাছ থেকে এতোটা উচ্ছ্বাস, এতোটা ভালোবাসা খুব কম ব্যাটসম্যানের ভাগ্যেই জোটে। টেন্ডুলকার নিজেও ব্যাট তুলে ধরলেন। ৩৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়ার সময় ব্যাট তোলাও বোধ হয় এই প্রথম।

শুক্রবার দ্বিতীয় দিনে টেন্ডুলকার যখন মাঠে নামলেন, দর্শকেরা একইভাবে চিৎকার করে প্রিয় তারকাকে স্বাগত জানান। টেন্ডুলকার একেকটা স্ট্রোক খেলছিলেন আর গর্জন করে উঠছিলেন দর্শকেরা। রান হওয়া না-হওয়া এখানে মুখ্য নয়। টেন্ডুলকার বিদায়ী টেস্টে ব্যাট করছেন, প্রতিটি বলই তো উদযাপনের!

শুক্রবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টিনো বেস্টের বলে চার হাকিয়ে ক্যারিয়ারের ৬৮তম অর্ধশতকে পৌঁছান টেন্ডুলকার। ৩৮ রান নিয়ে দিনের খেলা শুরু করেন এই ভারতীয় ব্যাটিং কিংবদন্তী। লাঞ্চ বিরতি যাওয়ার আগে ৭৪ রান করে আউট হন ক্রিকেট ঈশ্বর শচিন রমেশ টেন্ডুলকার।


চলতি বছর এটি টেন্ডুলকারের দ্বিতীয় টেস্ট অর্ধশতক। হয়তো ক্যারিয়ারের শেষ অর্ধশতক। কেননা ওয়েস্ট ইন্ডিজ যেভাবে ব্যাটিং করছে হয়তো ভারতকে আর দ্বিতীয় ইনিংস খেলা নাও লাগতে পারে। গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮১ রান করার আট ইনিংস পর অর্ধশতক পেলেন বিদায়ী টেস্টে খেলা টেন্ডুলকার।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

 

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক সংবাদ

সম্পাদক ও প্রকাশকঃ এস,এম, জহুরুল ইসলাম, দৈনিক সিলেট ভুমি কার্যালয়:- ইদ্রিছ মার্কেট-১৪/২,সিলেট-৩১০০ থেকে প্রকাশিত। Email: sylhetbhumi2013@gmail.com, Mobile: 01714-674551, .সর্ব স্বত্ব সংরক্ষিতঃ দৈনিক সিলেট ভুমি-২০১৩।> Copyright ©> 2025 Sylhet News-Sylhet Bhumi Design by DINAR-01717092424 | Theme by Sylhet Bhumi | Powered by Sylhet Bhumi