.bangla { font-family: SolaimanLipi, Rupali, "Times New Roman", Serif, Vrinda; font-size: 15pt; }
Blogger Widgets

২৬ অক্টোবর, ২০১৩

শ্রীমঙ্গলে দেশের প্রথম পাঁচ তারকা রিসোর্ট‘গ্রান্ড সুলতান টি রিসোর্ট এ্যান্ড গলফ’ এর উদ্বোধন


এম.মুসলিমচৌধুরী, শ্রীমঙ্গল থেকেঃ  পাহাড় চা বাগান -ঝর্ণা আর বনভূমির নয়নাভিরাম শহর শ্রীমঙ্গলে ১৩.৬ একর জায়গা নিয়ে বাংলাদেশের প্রথম ৫ তারকা মানের ‘গ্রান্ড সুলতান টি রিসোর্ট এ্যন্ড গলফ’ এর আংশীক কউদ্বোধন করা হয়েছে। গতকাল  শুক্রবার বেলা ২টায় বিলাসবহুল ও রুচিশীল রিসোর্টের ‘নওমী মঞ্জিল’ এ আয়োজিত জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে রিসোর্টটির উদ্বোধন কারা হয়। সংবাদ সম্মেলনে উপস্তিত ছিলেন গ্রান্ড সুলতানের চেয়ারম্যান খাজা টিপু সুলতান, ভাইস চেয়ারম্যান সৈয়দ কামরুজ্জামান, ম্যানেজিং ডিরেক্টর সোহেল হোসেন ইবনে বতুতা, টেকনিক্যাল ডিরেক্টর ড. বি কে এস ইনান ও জেনারেল ম্যানেজার টনি খান।

সংবাদ সম্মেলনে রিসোর্টের চেয়ারম্যান খাজা টিপু সুলতান বলেন, বাংলাদেশের পর্যটন শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে মর্যাদার আসনে তুলে ধরতেই গ্রান্ড সুলতানের এই অভিযাত্রা। তিনি আরো বলেন, পরিবেশের সমস্ত সুরক্ষা মেনেই যাত্রা শুরু করছে দেশের প্রথম পাঁচ তারকা মানের রিসোর্ট ‘গ্রান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ’। 
প্রায় সোয়া ২শ কোটি টাকা ব্যায়ে নির্মিত এ রিসোর্টের সুবিধাদি তুলে ধরে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান খাজা টিপু সুলতান জানান,‘ আধুনিক সকল সুবিধাসহ ১,৬০,০০০ বর্গফুট জায়গার ওপর গড়ে তোলা ৯ তলা ভবনে রয়েছে ১৪৫টি কক্ষ। এর মাঝে ৪৫টি কিং সাইজ আর ৪৩ টি কুইন সাইজ বিছানাসমৃদ্ধ রুম রয়েছে। চেয়ারম্যান আরো জানান, এতে রয়েছে একটি অসাধারণ নাইন হোল গলফ কোর্স। অন্যান্য খেলাধুলার মধ্যে রয়েছে লন টেনিস ও ব্যাডমিন্টন খেলার সুবিধা। ইনডোর গেম্সের মধ্যে রয়েছে বিলিয়ার্ড ও টেবিল টেনিসের সুযোগ। শিশুদের জন্য আলাদা খেলার জোনও রয়েছে রিসোর্টে। এদিকে রিসোর্টে অ্যামিবা আকৃতির বিশাল সুইমিংপুলসহ সুনিয়ন্ত্রিত তাপমাত্রার সর্বমোট ৩টি সুইমিংপুল। দেশের প্রথম অতিথি আবাস হিসেবে রিসোর্টটিেিত থ্রি-ডি ডি থিয়েটার রয়েছে উল্লেখ করে প্রতিষ্ঠানের চেয়ারম্যান জানান, ৪৪ জন একসঙ্গে বসে এই থিয়েটাওে সিনেমা উপবোগ করতে পারবে। দেশের কোন আনন্দ নিবাসে প্রথম বারের মত সুবিশাল পাঠাগার সংযোজিত হয়েছে বলে জানান গ্রান্ড সুলতান টি রিসোর্ট ও গলফ’ এর চেয়ারম্যান। 

রিসোর্টে রয়েছে ‘রোশনি মহল’ ও ‘নওমি মঞ্জিল’ নামে ১০০০ জনের সুবিধা সমৃদ্ধ ব্যাংকোয়েট হল। এতে রয়েছে ফোয়ারা ডাইন, শাহী ডাইন ও অরণ্য বিলাস নামের ৩৩০ আসন বিশিষ্ট ৫ তারকা মানের রেস্টুরেন্ট। রিসোর্টে আরো রয়েছে, গলফ পাহারিকা, পুল ডেক ও ক্যাফে মঙ্গল নামে তিনটি দুর্দান্ত ক্যাফে। কর্পোরেট অতিথিদের জন্য ভিন্ন মাত্রার সুবিধা রয়েছে বলে জানান রিসোর্টেও চেয়ারম্যান। তিনি জানান এতে রয়েছে তিনটি বিশালাকৃতির দৃষ্টিনন্দন রুচিশীল মিটিং কক্ষ। অত্যাধুনিক সুসজ্জিত জিমনেসিয়ামসহ রিসোর্টে রয়েছে স্পা, সনা, জ্যাকুজি ও মাসাজ পার্লারের ব্যবস্থা।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

 

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক সংবাদ

সম্পাদক ও প্রকাশকঃ এস,এম, জহুরুল ইসলাম, দৈনিক সিলেট ভুমি কার্যালয়:- ইদ্রিছ মার্কেট-১৪/২,সিলেট-৩১০০ থেকে প্রকাশিত। Email: sylhetbhumi2013@gmail.com, Mobile: 01714-674551, .সর্ব স্বত্ব সংরক্ষিতঃ দৈনিক সিলেট ভুমি-২০১৩।> Copyright ©> 2025 Sylhet News-Sylhet Bhumi Design by DINAR-01717092424 | Theme by Sylhet Bhumi | Powered by Sylhet Bhumi