
সংবাদ সম্মেলনে রিসোর্টের চেয়ারম্যান খাজা টিপু সুলতান বলেন, বাংলাদেশের পর্যটন শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে মর্যাদার আসনে তুলে ধরতেই গ্রান্ড সুলতানের এই অভিযাত্রা। তিনি আরো বলেন, পরিবেশের সমস্ত সুরক্ষা মেনেই যাত্রা শুরু করছে দেশের প্রথম পাঁচ তারকা মানের রিসোর্ট ‘গ্রান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ’।
প্রায় সোয়া ২শ কোটি টাকা ব্যায়ে নির্মিত এ রিসোর্টের সুবিধাদি তুলে ধরে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান খাজা টিপু সুলতান জানান,‘ আধুনিক সকল সুবিধাসহ ১,৬০,০০০ বর্গফুট জায়গার ওপর গড়ে তোলা ৯ তলা ভবনে রয়েছে ১৪৫টি কক্ষ। এর মাঝে ৪৫টি কিং সাইজ আর ৪৩ টি কুইন সাইজ বিছানাসমৃদ্ধ রুম রয়েছে। চেয়ারম্যান আরো জানান, এতে রয়েছে একটি অসাধারণ নাইন হোল গলফ কোর্স। অন্যান্য খেলাধুলার মধ্যে রয়েছে লন টেনিস ও ব্যাডমিন্টন খেলার সুবিধা। ইনডোর গেম্সের মধ্যে রয়েছে বিলিয়ার্ড ও টেবিল টেনিসের সুযোগ। শিশুদের জন্য আলাদা খেলার জোনও রয়েছে রিসোর্টে। এদিকে রিসোর্টে অ্যামিবা আকৃতির বিশাল সুইমিংপুলসহ সুনিয়ন্ত্রিত তাপমাত্রার সর্বমোট ৩টি সুইমিংপুল। দেশের প্রথম অতিথি আবাস হিসেবে রিসোর্টটিেিত থ্রি-ডি ডি থিয়েটার রয়েছে উল্লেখ করে প্রতিষ্ঠানের চেয়ারম্যান জানান, ৪৪ জন একসঙ্গে বসে এই থিয়েটাওে সিনেমা উপবোগ করতে পারবে। দেশের কোন আনন্দ নিবাসে প্রথম বারের মত সুবিশাল পাঠাগার সংযোজিত হয়েছে বলে জানান গ্রান্ড সুলতান টি রিসোর্ট ও গলফ’ এর চেয়ারম্যান।


0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন