সুনামগঞ্জ-৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মজনু মিয়া
সিলেট ভুমিঃ দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন সুনামঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের প্রার্থী ছাতক পৌরসভার সাবেক মেয়র আওয়ামীলীগ নেতা আলহাজ আব্দুল ওয়াহিদ মজনু মিয়া। গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি দলের মনোনয়নপত্র সংগ্রহ করে বিকালে জমা দেন। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ছাতক-দোয়ারার জণগনের আশা-আকাঙ্খা বাস্তবায়নের জন্য আমি প্রার্থী হতে চাইছি। আশা করছি দল আমাকে মূল্যায়ন করে জনগণের জন্য কাজ রার সুযোগ করে দেবে।
এসময় আব্দুল ওয়াহিদ মজনু মিয়ার সাথে ছিলেন ছাতক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কামান্ডার সরাজ কুমার দাস, আওয়ামীলীগ নেতা রাকিব চৌধুরী, সাবেক কাউন্সিলর নওশাদ মিয়া, ৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি লায়েছ মিয়া, দিলিপ চক্রবর্তী, নুপুর দাস, তাহের আলম, ছাত্রলীগ সেক্রেটারি মাহফুজুর রহমান বাবলু, মুক্তিযোদ্ধা আজাদ মিয়া প্রমুখ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন