.bangla { font-family: SolaimanLipi, Rupali, "Times New Roman", Serif, Vrinda; font-size: 15pt; }
Blogger Widgets

সিলেট জুড়ে

ছড়া দখল করে মার্কেট, ক্লিনিক, স্টেডিয়াম ও সরকারী স্থাপনা


সিলেট ভুমিঃ সিলেট শহরের শাহজালাল উপশহর-সোবহানীঘাট-মেন্দিবাগের উপর দিয়ে বয়ে গেছে নগরীর সবচেয়ে বড় ছড়া গোয়ালীছড়া। ছড়ার সোবহানীঘাট অংশ দখল করে নির্মাণ করা হয়েছে তিনতলা মার্কেট গোল্ডেন প্লাজা। এছাড়া এই ছড়ার বিভিন্ন স্থানে প্রভাবশালীরা দখল করে নির্মাণ করেছেন কয়েক শত স্থাপনা। শুধু গোয়ালীছড়ারই নয়, সিলেট নগরীর ভেতর দিয়ে বয়ে যাওয়া ৯টি ছড়া-খালের একই অবস্তা। শুধু ছড়া দখল করেই দখলদাররা ক্ষান্ত হননি , ইতোমধ্যে ছড়ার গতিপথও পরিবর্তন করে ফেলছেন। মার্কেট, ক্লিনিক, ফিলিং স্টেশন, পেট্রোল পাম্প, পাইকারী সবজি মার্কেট, আবাসন প্রকল্প, স্টেডিয়াম, বাসা-বাড়ি সহ নানা ধরনের স্থাপনা নির্মান করা হয়েছে অবৈধভাবে দখল করা ছড়ার উপর।
এসব দখলদারদের উচ্ছেদে এবার সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছে সিলেট সিটি করপোরেশন। যে কোন মূল্যে দখলদারদের কবল থেকে ছড়া-খাল উদ্ধার করে পূর্বাবস্থায় ফিরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। এর মাধ্যমে নগরীর জলাবদ্ধতা সমস্যারও সমাধান হবে বলে মনে করেন নগরপিতা আরিফ। সিলেট সিটি করপোরেশন সূত্রে জানা যায়, নগরীর ভেতর দিয়ে ৯টি ছড়া-খাল প্রবাহিত হয়ে গেছে। ছড়াগুলো হচ্ছে মালনি ছড়া, কালীবাড়ি ছড়া, মঙ্গলী ছড়া, যোগিনী ছড়া, হলদি ছড়া, ভুবি ছড়া, গোয়ালি ছড়া, ধোপাছড়া ও গাভিয়ার খাল। পাহাড় ও বিভিন্ন চা বাগানের টিলা থেকে নেমে আসা এসব ছড়া নগরীর বিভিন্ন এলাকা ঘুরে সুরমা নদীতে এসে মিশেছে। প্রায় ৩২ কিলোমিটার দৈর্ঘ্যরে এই ছড়াগুলোই ছিলো নগরীর পানি নিষ্কাষনের প্রধানতম আধার। কিন্তু দীর্ঘদিন থেকে দখলের ফলে ছড়াগুলোর অস্তিত্ব হারিয়ে যেতে বসেছে। অবৈধ দখলের ফলে ৪০-৫০ ফুট প্রশস্তের ছড়াগুলো এখন ৫-৭ ফুটের নালাতে পরিণত হয়েছে।
সূত্র জানায়, ৯টি ছড়া-খালে অবৈধ দখলদার রয়েছেন প্রায় ১০ হাজার ব্যক্তি। ব্যক্তিমালিকানাধীন জায়গা দেখিয়ে সিটি করপোরেশন থেকে ভবনের নকশার অনুমোদন নিয়ে জালিয়াতির মাধ্যমে নির্মাণ করা হয়েছে এসব স্থাপনা। অবৈধ স্থাপনাগুলোর মধ্যে কাঁচাঘর থেকে শুরু করে ৯তলা বাণিজ্যিকভবনও রয়েছে। শুধু ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানই নয়, সরকারী অর্থায়নে নির্মিত সিলেট জেলা স্টেডিয়ামের পূর্বদিকের গ্যালারি ও মার্কেট নির্মিত হয়েছে ছড়া দখল করে। গত এক সপ্তাহ ধরে সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষ ছড়া-খাল উদ্ধারে নেমে এমন তথ্য পেয়েছে।
সিটি মেয়র আরিফুল হক চৌধুরী জানান, ছড়া-খাল উদ্ধারের মাধ্যমে নগরীকে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি দিতে তিনি নগরবাসীর কাছে অঙ্গিকার করেছেন। যে কোন মূল্যে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে ছড়া-খাল উদ্ধার করা হবে বলে জানান তিনি।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

 

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক সংবাদ

সম্পাদক ও প্রকাশকঃ এস,এম, জহুরুল ইসলাম, দৈনিক সিলেট ভুমি কার্যালয়:- ইদ্রিছ মার্কেট-১৪/২,সিলেট-৩১০০ থেকে প্রকাশিত। Email: sylhetbhumi2013@gmail.com, Mobile: 01714-674551, .সর্ব স্বত্ব সংরক্ষিতঃ দৈনিক সিলেট ভুমি-২০১৩।> Copyright ©> 2025 Sylhet News-Sylhet Bhumi Design by DINAR-01717092424 | Theme by Sylhet Bhumi | Powered by Sylhet Bhumi