কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসারকে প্রত্যাহারের দাবি
সিলেট ভুমিঃ বিতর্কিত কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোঃ আনোয়ারুল ইসলামকে উপজেলা থেকে প্রত্যাহারের দাবি জানিয়েছে কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ (কোছাপ)। -তার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিতে গত ১৩ নভেম্বর বুধবার প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগীয় উপ-পরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করেছে ছাত্র পরিষদ। ছাত্র পরিষদ সভাপতি মোহাম্মদ বেলাল আহমদ ও সাধারণ সম্পাদক বশারত আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উপজেলা শিক্ষা অফিসার মোঃ আনোয়ারুল ইসলাম প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণে এবং জাতীয়করণ প্রক্রিয়ায় অন্তর্ভূক্ত করার আশ্বাস দিয়ে উপজেলাধীন বিভিন্ন বিদ্যালয় কর্তৃপক্ষের মোটা অংকের উৎকোচ গ্রহন সাব ক্লাস্টার প্রশিক্ষণ ভাতা, পরীক্ষা ফি, শিক্ষকদের বেতন সহ শিক্ষা খাতের বিভিন্ন ভুয়া ভাউচার তৈরি করে বিল পাশ করিয়ে প্রচুর টাকা আত্মসাধ সম্পর্কে শিক্ষকদের অভিযোগ রয়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়। এছাড়া নানা অজুহাত ও কৌশলে এমনকি ভুয়া পরিদর্শন করে বদলি সহ বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন পূর্বক অনেক টাকা হাতিয়ে নেয়া এবং শিক্ষক সমাজে দলাদলি সৃষ্টির অভিযোগ করেন এলাকাধীন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
এলাকার শিক্ষার সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে অবিলম্বে বিতর্কিত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ারুল ইসলামকে উপজেলা থেকে প্রত্যাহারের জোর দাবি জানান ছাত্র পরিষদ নেতৃবৃন্দ।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ছাত্র পরিষদের সভাপতি মোহাম্মদ বেলাল আহমদ, সাধারণ সম্পাদক বশারত আলী, কোছাপ নেতা নাজিমুল ইসলাম, দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন, ইন্তাজ আলী, সাজ্জাদুর রহমান, আলী আহমদ, আমজাদ আলী, মোস্তাফিজুর রহমান, সাচ্ছা মিয়া, মীর আল মমিন, কামাল হোসেন, রূপক চন্দ্র দাস, কাউসার আহমদ টিটু, এম. সোহেল আহমদ, সুদিপ রায়, তারেক আহমদ, সুহেল রানা, এস.এম.জুয়েল প্রমুখ। বিজ্ঞপ্তি
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন