মোজাম্মেল আলম ভূঁইয়া,সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার ছাতকে সারের তীব্র সংকট দেখা দিয়েছে। চলতি বছরে লক্ষ্যমাত্রার চেয়ে অধিক রূপা আমন ফলন হলেও সার সংকটের কারণে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সার না পেয়ে হাজার হাজার কৃষকরা দিশাহারা হয়ে পড়েছেন। গত এক সপ্তাহ ধরে সার ডিলারদের দ্বারে দ্বারে কৃষকরা ধর্না দিলেও ডিলাররা সার নেই বলে বিদায় করে দিচ্ছেন। কৃষকদের অভিযোগ রয়েছে,ডিলাররা সার উত্তোলন করে চোরাই পথে বিক্রি করার কারণে সার সংকট দেখা দিয়েছে। উপজেলায় ১৪ জন সার ডিলার থাকলেও গতকাল বুধবার দুপুরে ছাতক শহরের সার বিক্রয়ের দোকান গুলোতে খোজ নিয়ে দেখা গেছে,বেশীর ভাগ সারের দোকানই বন্ধ। কৃষকরা সার না পেয়ে হতাশ হয়ে খালি হাতে বাড়ী ফিরে যাচ্ছেন। ক্লাব রোডের সার ডিলার মনোহর আলীর বিক্রয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে এক বস্তা সার ২ জন কৃষকের স্বাক্ষর নিয়ে ৯শ টাকায় বিক্রি করেছেন। তার দোকানে আর কোন সার নেই। কৃষি অফিসের তথ্যনুযায়ী এ বছর ৯ হাজার হেক্টর রুপা আমন ফসলের উৎপাদন লক্ষ্যমাত্রা থাকলেও ফসল হয়েছে ১০ হাজার ৫শ ২৫ হেক্টর জমিতে। উপজেলা কৃষি কর্মকর্তা প্রদ্যোৎ ভট্টচার্যা বলেন,আমাদের উপজেলার জন্য অক্টোবরে ১০০ টন সার বরাদ্দ করা হয়েছে। এ সার বাজারে আসলে সার সংকট থাকবে না।
(2)
via Daily Surmar Dak http://surmardak.com/2013/10/03/3193.html/
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন