আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজারঃ মৌলভীবাজার শহরের সেন্ট্রাল রোড থেকে মঙ্গলবার রাত ফেনসিডিল সহ রিপন আহমদ(২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রিপন আহমদ মৌলভীবাজার শহরের বেরীরচর এলাকার মৃত সাইফুউদ্দিন আহমদের ছেলে। মৌলভীবাজার থানার এসআই মো. আনোয়ার হোসেন এমএনএকে জানান, রাতে শহরের সেন্ট্রাল রোড এলাকায় ফেনসিডিল বিক্রি করার সময় রিপন আহমদকে আটক করা হয়। রিপন দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন।গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
(2)
via Daily Surmar Dak http://surmardak.com/2013/10/03/3217.html/
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন