মোজাম্মেল আলম ভূঁইয়া,সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ শেখ হাসিনা নির্বাচন নিয়ে যতই ষড়যন্ত্র করোক না কেন,তার অধিনে নির্বাচন করবে না বিএনপি। তাকে নির্দলীয় তত্তাবধায়ক সরকার দিতেই হবে। তা না হলে কঠোর আন্দোলনে যাব আমরা। আমাদের দলীয় নেতাকর্মীদের উপর যতই হামলা,মিথ্যা মামলা করোক না কেন আমরা আমাদের লক্ষ থেকে এক পা ও পিছু হটবনা। আগামী ৫ অক্টোবর সিলেটে বিএনপির চেযারপার্সন বেগম খালেদা জিয়ার আগমন ও তার মহাসমাবেশকে সফল করার লক্ষে গতকাল বুধবার বিকাল ৫টায় সুনামগঞ্জ জেলার ধর্মপাশায় আয়োজিত কর্মীসভায় সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মোতালেব খান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলার পাইকরহাটি ইউনিয়নের গাছতলা উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি নেতা আমির মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় আরো বক্তব্য রাখেন-ইউনিয়ন বিএনপি নেতা আশরাফুল আলম,ফজলুল হক,এসএম রহমত,মনাফ মেম্বার,মোতালিব তালুকদার, উজ্জ্বল মেম্বার,মোখলেছ মেম্ম¦ার, সুজাত মিয়া প্রমুখ।
(2)
via Daily Surmar Dak http://surmardak.com/2013/10/03/3224.html/
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন