মোজাম্মেল আলম ভূঁইয়া,সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার ছাতকে এক চালককে ছুরিকাঘাত করে মোটরসাইকেল নিয়ে পালিয়েছে ছিনতাইকারীরা। এঘটনার পর গুরুত্বর আহত অবস্থায় চালকের এলাকার লোকজন উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে ভর্তি করে। আহত চালকের নাম আব্দুর রশিদ (২৫)। সে জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার কুদিরাই গ্রামের সোহরাব আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়,গতকাল মঙ্গলবার রাত ৯টায় দক্ষিণ সুনামগঞ্জ থেকে ছাতক যাওয়ার সময় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কৈতক নামকস্থানে পথের মধ্যে মোটরসাইকেলের গতিরোধ করে চালক আব্দুর রশিদকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে মোটরসাইকেল নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
(2)
via Daily Surmar Dak http://surmardak.com/2013/10/03/3205.html/
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন