আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজারঃ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ, ১৯৭২ এর ৮ অনুচ্ছেদ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশে দশম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মৌলভীবাজারের চার নির্বাচনী এলাকার সম্ভাব্য ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুত করা হয়েছে। নির্বাচনী এলাকাগুলো হলো- ২৩৫ মৌলভীবাজার-১, ২৩৬ মৌলভীবাজার-২, ২৩৭ মৌলভীবাজার-৩ ও ২৩৮
মৌলভীবাজার-৪।- ভোটকেন্দ্রের তালিকা স¤পর্কে জেলা প্রশাসকের কার্যালয়, জেলা নির্বাচন অফিসারের কার্যালয়, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে জানা যাবে। প্রস্তুতকৃত সম্ভাব্য ভোটকেন্দ্রের তালিকার ওপর নিুলিখিত সময়সূচি মোতাবেক দাবি/আপত্তি/সুপারিশ গ্রহণ ও নি®পত্তি করে প্রাথমিক ভোটকেন্দ্রের তালিকা প্রণয়ন করা হবে। সম্ভাব্য ভোটকেন্দ্রের তালিকা প্রদর্শন ২৩ সেপ্টেম্বর হতে ২৯ সেপ্টেম্বর, ভোটকেন্দ্রে স¤পর্কিত দাবি/আপত্তি/সুপারিশ দাখিলের শেষ তারিখ ৬ অক্টোবর। ভোটকেন্দ্রে স¤পর্কিত দাবি/আপত্তি/সুপারিশ নি®পত্তির শেষ তারিখ ২৪ অক্টোবর। নি®পত্তির পর নির্বাচন কমিশন সচিবালয় ভোটকেন্দ্রের প্রাথমিক তালিকা প্রেরণের শেষ তারিখ ৩০ অক্টোবর।
ভোটকেন্দ্রের তথ্য : নির্বাচনী এলাকা-২৩৫ মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) ঃ বড়লেখা উপজেলা, পৌরসভা ১টি, ইউনিয়নের সংখ্যা ১০, ভোটকেন্দ্রের সংখ্যা ৫৭, ভোটকক্ষের সংখ্যা ২৬৬, ভোটার সংখ্যা-পুরুষ ৭১৩৭৪, মহিলা ৭৫২০৭, মোট ১৪৬৫৮১।- জুড়ী উপজেলা, ইউনিয়নের সংখ্যা ৬, ভোটকেন্দ্রের সংখ্যা ৩৮, ভোটকক্ষের সংখ্যা ১৬৮, ভোটার সংখ্যা-পুরুষ ৪৩৩৫৩, মহিলা ৪২৪৩৫, মোট ৮৫৭৮৮।
নির্বাচনী এলাকার নাম-২৩৬ মৌলভীবাজার-২ (কুলাউড়া ও কমলগঞ্জ আংশিক) ঃ কুলাউড়া উপজেলা, পৌরসভা ১টি, ইউনিয়নের সংখ্যা ১৩, ভোটকেন্দ্রের সংখ্যা ৯২, ভোটকক্ষের সংখ্যা ৪০৪, ভোটার সংখ্যা-পুরুষ ১০৬৪৩৭, মহিলা ১০৪৭৪৬, মোট ২১১১৮৩।- কমলগঞ্জ উপজেলা আংশিক, পৌরসভা ১টি, ইউনিয়নের সংখ্যা ৪, ভোটকেন্দ্রের সংখ্যা ২৯, ভোটকক্ষের সংখ্যা ১৩৮, ভোটার সংখ্যা-পুরুষ ৩৪২৭১, মহিলা ৩৫৬৪২, মোট ৬৯৯১৩।- এ আসনে সর্বমোট ভোটার সংখ্যা ২৮১০৯৬।
নির্বাচনী এলাকার নাম-২৩৭ মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার ও রাজনগর) ঃ মৌলভীবাজার সদর, পৌরসভা ১টি, ইউনিয়নের সংখ্যা ১২, ভোটকেন্দ্রের সংখ্যা ১০৩, ভোটকক্ষের সংখ্যা ৪৩০, ভোটার সংখ্যা-পুরুষ ১০৫২২৩, মহিলা ১০২৯৯০, মোট ২০৮২১৩।-রাজনগর উপজেলা, ইউনিয়নের সংখ্যা ৮, ভোটকেন্দ্রের সংখ্যা ৬৩, ভোটকক্ষের সংখ্যা ২৫৪, ভোটার সংখ্যা-পুরুষ ৬৯১০৭, মহিলা ৭০৫৭৪, মোট ১৩৯৬৮১। -এ আসনে সর্বমোট ভোটার সংখ্যা ৩৪৭৮৯৮।
নির্বাচনী এলাকার নাম-২৩৮ মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) : শ্রীমঙ্গল উপজেলা, পৌরসভা ১টি, ইউনিয়নের সংখ্যা ৯, ভোটকেন্দ্রের সংখ্যা ৭৯, ভোটকক্ষের সংখ্যা ৪৪৪, ভোটার সংখ্যা-পুরুষ ৯৮৫৭০, মহিলা ৯৭৫৫০, মোট ১৯৬১২০।-কমলগঞ্জ উপজেলা, পৌরসভা ১টি, ইউনিয়নের সংখ্যা ৫, ভোটকেন্দ্রের সংখ্যা ৪১, ভোটকক্ষের সংখ্যা ১৮০, ভোটার সংখ্যা-পুরুষ ৪৩৪৮৫, মহিলা ৪৩৮৩৯, মোট ৮৭৩২৪।- এ আসনে সর্বমোট
ভোটার সংখ্যা ২৮৩৪৪৪।
বিস্তারিত... http://surmatimes.com/2013/10/02/36066.aspx/
via Sylhet News | সুরমা টাইমস http://feedproxy.google.com/~r/surmatimes/~3/l07oD-Md0A4/
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন