সুরমা টাইমস রিপোর্টঃ প্রায় ৫ ঘন্টা বন্ধ থাকার পর সিলেটের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ পুনরায় চালু হয়েছে। সকাল সাড়ে ৯টায় সিলেটের মোগলাবাজারে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে পড়ায় সিলেট-ঢাকা ও সিলেট-চট্রগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ ছিলো। পরে সিলেট এবং কুলাউড়া থেকে দুটি উদ্ধারকারী গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে লাইনচ্যুত হওয়া দুটি বগি উদ্ধার করে। এতে প্রায় ৫ ঘন্টা পর বেলা আড়াইটার দিকে ট্রেন চলাচল পুনরায় চালু হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
সিলেট রেলওয়ে স্টেশন মাস্টার আবুল কালাম আজাদ জানান, সকাল সাড়ে ৯টার দিকে তেলবাহী একটি টেঙ্ক মোগলাবাজার স্টেশন থেকে চট্রগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে কিছু দূর এগোতেই দুটি বগী লাইনচ্যুত হয়। খবর পেয়ে সিলেট এবং কুুলাউড়া স্টেশন থেকে দুিট উদ্ধারকারী গাড়ি ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত টেঙ্কটি সারিয়ে তুলে। তিনি জানান, দুর্ঘটনার কারনে সিলেটের সাথে ঢাকা ও চট্রগ্রামের ট্রেন যোগাযোগ প্রায় ৫ ঘন্টা বন্ধ ছিলো। যাত্রী নিয়ে আটকা পড়ে ভোর ৬ টা ৪০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা পাহাড়িকা। সিলেট থেকেও সকাল ১০টা ১৫ মিনিটের পাহাড়িকা ঢাকায় যাত্রা করতে পারেনি। আজাদ জানান উদ্ধার কাজ শেষ হওয়ার পর বেলা আড়াইটায় ফের সারা দেশের সাথে সিলেটের ট্রেন যোগাযোগ চালু হয়।
বিস্তারিত... http://surmatimes.com/2013/10/03/36154.aspx/
via Sylhet News | সুরমা টাইমস http://feedproxy.google.com/~r/surmatimes/~3/pJwiiJM9XmU/
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন