মোজম্মেল আলম ভূঁইয়া,সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ তত্তাবধায়ক সরকার না দিলে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনে নামব। তখন শেখ হাসিনা পালাবার পথ খুজে পাবেনা। নির্দলীয় তত্তাবধায়ক সরকার ছাড়া খুনি হাসিনার অধিনে বিএনপি নির্বাচনে যাবে না। আমরা তত্তাবধায়ক সরকারের দাবীতে প্রয়োজনে রাজপথে নামব। আমাদের দলীয় নেতাকর্মীদের উপর যত জুলুম নির্যাতন,গুম,হত্যাসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানী করোক না কেন। আমরা আমাদের দাবী আদায় করেই ছাড়াব। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় সুনামগঞ্জ জেলা ছাত্রদলের উদ্যোগে তত্তাবধায়ক সরকারের দাবীতে ও আগামী ৫ অক্টোবর সিলেটে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মহাসমাবেশকে সফল করার লক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ ফজলুল হক আসপিয়া এসব কথা বলেন। জেলা ছাত্রদলের আহবায়ক নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে এর আগে বিক্ষোভ মিছিল পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর ট্রাফিক পয়েন্টে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন-কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক এসএম জাহাঙ্গীর, জেলা বিএনপি সদস্য ব্যরিষ্টার আবিদুল হক, বিএনপির নেতা ফারুক আহমেদ লিলু,আকবর আলী,মোরশেদ আলম,সেলিম উদ্দিন,লালা মিয়া,জুয়েল আমিন,ছাত্রদলের যুগ্ম আহবায়ক শামসুজ্জামান,আবু সায়েম লিটন,জামাল উদ্দিন বাকের,কামরুল হাসান রাজু, তোফাজ্জুল হোসেন,রাসেল আহমদ,আনোয়ার জাবেদ, মিলন আহমদ,জেলা যুবদল নেতা মমিনুল হক কালা চাঁন,সহেল আহমদ,সুনামগঞ্জ সদর থানা ছাত্রদল সভাপতি শামসুদ্দোহা,সাধারণ সম্পাদক রায়হান আহমদ,পৌর ছাত্রদলের সভাপতি সৌরভ আহমদ,সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির,সুনামগঞ্জ সরকারী কলেজ শাখার সভাপতি জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক হাবিব,তাহিরপুর থানা ছাত্রদল সভাপতি মাহবুব মল্লিক,ছাত্রদল নেতা আবু জহর হৃদয়,শাহীন আহমেদ প্রমুখ।
(0)
via Daily Surmar Dak http://surmardak.com/2013/10/04/3248.html/
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন