স্টাফ রিপোর্টারঃ সিলেটের সাথে ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। দক্ষিণ সুরমার মোগলাবাজার-ফেঞ্চুগঞ্জ এর মাঝামাঝি স্থানে তেলবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় মোগলা বাজার স্টেশন ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরেই বগি দুটি লাইনচ্যুত হয়। ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার পর থেকে সিলেটের সাথে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরেছে এবং সিলেট স্টেশনে আটকে থাকা চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস। এছাড়া ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটিও ফেঞ্চুগঞ্জ রেলস্টেশন আটকা পরে।
স্টেশন মাস্টার মহিবুর রহমানের যোগাযোগ করা হলে তিনি জানান, রেল লাইনের কাজ শেষ করার জন্য কুলাউড়া ও আখাউড়া থেকে ক্রেন আসার সাথে সাথে কাজ সম্পন্ন করার কথা রয়েছে। সিলেট স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রেল লাইনচ্যুত বগি দ্রুত উদ্ধার কাজ চলিতেছে। আশা করা যায় বিকালের মধ্যে রেল যোগাযোগে সমস্যা সমাধান হবে।
বিস্তারিত... http://surmatimes.com/2013/10/03/36149.aspx/
via Sylhet News | সুরমা টাইমস http://feedproxy.google.com/~r/surmatimes/~3/zeBaO-kEBEI/
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন