নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ও ব্যর্থ সরকারের পদত্যাগের দাবীতে আগামী ৫ অক্টোবর আলীয়া মাদ্রাসা ময়দানের ঐতিহাসিক জনসভা সফলের লক্ষ্যে নগরীর বিভিন্ন ওয়ার্ডে পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভায় ১৮ দলীয় জোটের কেন্দ্রীয়, মহানগর ও ওয়ার্ড নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। নেতৃবৃন্দ মহাসমাবেশ সফল করতে পাড়া মহল্লায় গণসংযোগের মাধ্যমে জনমত সৃষ্টির জন্য জোট নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
গতকাল বুধবার নগরীর ১৮, ১৯, ২০, ২১ ও ২২ নং ওয়ার্ডের উদ্যোগে পৃথক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শমশের মবিন চৌধুরী। পথসভা সমূহে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ১৮ দলীয় জোট মহানগর আহবায়ক ও নগর বিএনপির সভাপতি আলহাজ্ব এম এ হক, বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকী, মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ডা: সায়েফ আহমদ, ১৮ দলীয় জোট মহানগর সদস্য সচিব ও নগর জামায়াতের নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুন, মহানগর বিএনপির সহ-সভাপতি বদরুজ্জামান সেলিম, সহ-সভাপতি তারেক আহমদ চৌধুরী, সাবেক এমপি আবুল কাহির চৌধুরী, মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী মোঃ ফখরুল ইসলাম, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক, জামায়াত নেতা মোঃ শাহজাহান আলী, বিএনপি নেতা ওমর আশরাফ ইমন, আতিকুর রহমান সাবু, এমদাদ হোসেন চৌধুরী প্রমুখ।
১৮ নং ওয়ার্ডের উদ্যোগে কুমারপাড়া পয়েন্টে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জাহেদ আহমদ ও সভাটি যৌথভাবে পরিচালনা করেন বিএনপি নেতা সালাহ উদ্দিন সুমন ও জামায়াত নেতা শাহিন উদ্দিন।
১৯ নং ওয়ার্ডের উদ্যোগে রায়নগরের মনিরের দোকানের সম্মুখে পথসভা অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা মুমিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা এডভোকেট আখতার হোসেন খান। শেষ খবর পাওয়া পর্যন্ত ২০ নং ওয়ার্ডের পথসভা চলছিল।
২১ নং ওয়ার্ডের উদ্যোগে শিবগঞ্জ পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হয়। ৪ নং সাংগঠনিক থানা জামায়াতের আমীর আব্দুল্লাহ আল মুনিমের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভাটি পরিচালনা করেন ২১ নং ওয়ার্ডের জামায়াত সভাপতি মু. শাহেদ আলী।
২২ নং ওয়ার্ডের উদ্যোগে রোজভিউ পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা এডভোকেট এসএম আব্দুল আউয়াল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি যৌথভাবে পরিচালনা করেন জামায়াত নেতা জুনেদ আহমদ ও বিএনপি নেতা জাফর সাদেক তারেক।
গতকালের পথসভা সমূহের সমন্বয়কের দায়িত্ব পালন করেন মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক। সহকারী সমন্বয়কের দায়িত্ব পালন করেন জামায়াত নেতা মোঃ শাহজাহান আলী।
নগরীতে আজকের পথসভার স্থান ও সময়
আজ ৩ অক্টোবর বৃহস্পতিবার ২৩ নং ওয়ার্ডের উদ্যোগে বাদ এশা নোয়াগাও বাজারে পথসভা অনুষ্ঠিত হবে। এছাড়া ২৪ নং ওয়ার্ডের উদ্যোগে বাদ মাগরিব পূর্ব কুশিঘাট বাজারে, ২৫ নং ওয়ার্ডের উদ্যোগে বাদ মাগরিব বাইপাস মোড়ে, ২৬ নং ওয়ার্ডের উদ্যোগে বাদ এশা কদমতলী পয়েন্টে এবং ২৭ নং ওয়ার্ডের উদ্যোগে বাদ এশা বিসিক শিল্প নগরীতে পৃথক পথসভা অনুষ্ঠিত হবে। সভাসমূহে মহানগর ১৮ দলীয় জোট নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আজকের পথসভা সমূহ সমন্বয় করবেন মহানগর বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও মহানগর ছাত্রদল সভাপতি জিয়াউল গণি আরেফিন জিল¬ুর। বিজ্ঞপ্তি
বিস্তারিত... http://surmatimes.com/2013/10/02/36088.aspx/
via Sylhet News | সুরমা টাইমস http://feedproxy.google.com/~r/surmatimes/~3/-M50Ic9TGQU/
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন