আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজারঃ মৌলভীবাজারের রাজনগর উপজেলার চৌধুরী বাজার এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় প্রাইভেটকারসহ পাঁচ গরু চোরকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন ইসলাম মিয়া (৩৫), হুসেন মিয়া (৪০), মো: আবুল হোসেন (৩২), আলমগির হোসেন (৩৮) ও জনি মিয়া (৩৬)। এলাকাবাসী সুত্রে জানা যায়, আটককৃতরা শ্রীমঙ্গল বিডিআর এলাকার পাশ থেকে গরুটি চুরি বিক্রির উদ্দেশ্যে প্রাইভেটকার (ঢাকা মেট্রো ক ১১-৩৫২৩) যোগে রাজনগরের চৌধুরী বাজারের দিকে যাচ্ছিল। স্থানীয়দের সন্দেহ হলে তারা গাড়িটি আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেটকারসহ তাদেরকে থানায় নিয়ে আসে। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামরুল হাসান এমএনএকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আটককৃতদের বুধবার আদালতে প্রেরন করা হয়েছে।
(2)
via Daily Surmar Dak http://surmardak.com/2013/10/03/3219.html/
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন