.bangla { font-family: SolaimanLipi, Rupali, "Times New Roman", Serif, Vrinda; font-size: 15pt; }
Blogger Widgets

০৩ অক্টোবর, ২০১৩

মৌলভীবাজারের রাজনগরে ফতেপুর ইউপি,র প্যানেল চেয়ারম্যান নিয়ে উত্তেজনা


Moulvibazar map আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজারঃ মৌলভীবাজারের রাজনগর উপজেলার ১ নং ফতেপুর ইউপি,র প্যানেল চেয়ারম্যান নিয়ে চেয়ারম্যান মেম্বারদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। বিষয়টির সুরাহা না হলে যেকোন সময় ঘটে যেতে পারে অ-পৃথীকর ঘটনা সহ বড় ধরনের রক্তপাত। জানা যায়, চেয়ারম্যান মতিউর রহমান লয়লুছ খন্ডকালীন লন্ডন সফর থাকাবস্থায় কে হবেন প্যানেল চেয়ারম্যান তার হিসাব ও মিলাতে পারছেনা পরিষদের সদস্যরা। এদিকে পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান লয়লুছ মেম্বারদের মতামতকে অপেক্ষা করে সকলের অজান্তে গত ২২ সেপ্টেম্বর পরিষদের মেম্বার শ্যামপদ দাশকে প্যানেল চেয়ারম্যান মনোনীত করে ৭৫ নং স্বারকে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে পত্র প্রেরণ করিলে উপজেলা নির্বাহী অফিসার ১৩৯১ নং স্বারকে পত্রটি উর্দ্ধতন কতৃপক্ষের কাছে প্রেরণ করেন। শ্যামপদ দাশকে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করে চেয়ারম্যানের পত্র প্রেরনের ব্যাপারটি অন্যান্য সদস্যদের মাঝে জানাজানি হলে দেখা দেয় চরম উত্তেজনা। পরিষদের সদস্যরা জরুরি এক বৈঠকে বসে চেয়ারম্যানের এমন সিদ্ধান্তের বিরোধিতা করে শ্যামপদ দাশকে প্যানেল চেয়ারম্যান পদ থেকে প্রতিহত করা সহ পরিষদ বর্জনের ঘোষনা দেয়। সরেজমিন উক্ত ইউনিয়ন পরিষদের সদস্য আকমল মেম্বার সহ কয়েকজনের সাথে আলাপ করে জানা যায়, গত কয়েকমাস পুর্বে চেয়ারম্যান মতিউর রহমান লয়লুছ খন্ডকালীন সফরে লন্ডন যাওয়ার সিদ্ধান্ত নিলে বিধিমোতাবেক প্যানেল চেয়ারম্যান মনোনীত করার আবশ্যকতা দেখা দেয়। এ নিয়ে পরিষদে বেশ কয়েকটি সভা ও হয়েছে। সভার সিদ্ধান্ত মোতাবেক গত ১৮ জুলাই চেয়ারম্যানের সম্মতি ও উপস্থিতিতে ইউপি অফিসে গোপন ব্যালটের মাধ্যমে প্যানেল চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে আকমল আলী,শ্যামপদ দাশ ,আলী নেওয়াজ ও মইন উদ্দিন সহ চারজন প্রার্থী প্রতিদন্দ্বিতা করলে আকমল মেম্বার সর্বোচ্চ ৫ ভোট পেয়ে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন।তার নিকটতম প্রতিদন্দ্বি মইন উদ্দিন পান ৩ ভোট। কিন্তু নির্বাচনের ফলাফল তথা পরিষদের অন্যান্য মেম্বারদের মতামতকে অপেক্ষা করে চেয়ারম্যান সাহেব তার একক সিদ্ধান্তে তৃতীয় স্থান অধিকারী শ্যামপদ দাশকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনিত করে কতৃপক্ষের কাছে পত্র প্রেরন করেন। চেয়ারম্যানের এমন সিদ্ধান্ত বিধি বহির্ভুত দাবী করে নির্বাচিত প্যানেল চেয়ারম্যান আকমল মেম্বার গত ২৬ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত দরখাস্তে এমন পরিস্থিতিতে যেকোন সময় অপৃথিকর ঘটনা ঘটে যেতে পারে বলে উল্যেখ করে শ্যামপদ দাশকে প্যানেল চেয়ারম্যানের পদ বাতিল করার দাবী জানান।


(2)







via Daily Surmar Dak http://surmardak.com/2013/10/03/3213.html/

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

 

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক সংবাদ

সম্পাদক ও প্রকাশকঃ এস,এম, জহুরুল ইসলাম, দৈনিক সিলেট ভুমি কার্যালয়:- ইদ্রিছ মার্কেট-১৪/২,সিলেট-৩১০০ থেকে প্রকাশিত। Email: sylhetbhumi2013@gmail.com, Mobile: 01714-674551, .সর্ব স্বত্ব সংরক্ষিতঃ দৈনিক সিলেট ভুমি-২০১৩।> Copyright ©> Sylhet News-Sylhet Bhumi Design by DINAR-01717092424 | Theme by Sylhet Bhumi | Powered by Sylhet Bhumi