.bangla { font-family: SolaimanLipi, Rupali, "Times New Roman", Serif, Vrinda; font-size: 15pt; }
Blogger Widgets

০৩ অক্টোবর, ২০১৩

সর্বোপরি সামাজিক উন্নয়েনর লক্ষ্যে নবউদ্যমে “বিয়ানী বাজার জনকল্যান ট্রাস্ট“ এর যাত্রা শুরু


বিয়ানী বাজার জনকল্যান ট্রাস্ট

বিয়ানী বাজার জনকল্যান ট্রাস্ট



আবু তাহির,ফ্রান্সঃ কোন বিবাদ বা বিভাজন নয় এলাকার গরীব,দুখি মানুষের পাশে দাড়ানো,সর্বোপরি সামাজিক উন্নয়েনর লক্ষ্যে নবউদ্যমে “বিয়ানী বাজার জনকল্যান ট্রাস্ট“ এর যাত্রা শুরু।গত ২৯ সেপ্টেম্বর প্যারিসের সেনদেনিসের এক অভিজাত রেস্টুরেন্টে সংগঠনের আহবায়ক সরোয়ার হোসেন ঠিপুর সভাপতিত্বে যুগ্ম আহবায়ক ফয়জুল হক ও যুগ্ম আহবায়ক আলী হোসেন এর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি গিয়াস উদ্দীন,বদরুল ইসলাম,আব্দুস শুক্কুর,আব্দুল হাই,মনন উদ্দীন,আলি আহমদ,এমাদ উদ্দীন,অহিদ সরোয়ার,হাসান আহমদ,আতিক আহমদ,মোঃ নুর আহমদ,ইছহাক আহমদ রাজু,তাজুল ইসলাম,এমাদ উদ্দীন, সুমন,আহমদ আলী,মান্না,নোমান উদ্দীন,জাহান্গগীর আলম,অলিক আহমদ,আলম,সোলেমান মিয়া,এমরান হোসেন,তাজ উদ্দীন সাদিক আহমদ জাবুল ইসলাম,প্রমুখ।সভা শেষে মোনাজাত পরিচালনা করেন মৌ জাহান্গীর আলম।


সভায় বক্তারা বিয়ানী বাজার জনকল্যান ট্রাস্টকে শক্তিশালী করে ফ্রান্সে বসবাসরত বিয়ানী বাজারবাসী এবং বাংলাদেশে অবস্হানরত বিয়ানী বাজারের দরিদ্র মানুষদের সাহায্য করার উদ্যোগ গ্রহনের জন্য উদ্যোক্তাদের শুভেচ্ছা জানান ও ঐক্যের প্রাচীর গড়ার তাগিদ দেন।সভা থেকে (বাংলাদেশী) ২৫,০০০ টাকা বিয়ানী বাজার এর শেওলা গ্রামের এক গরীব মেয়ের বিয়ের জন্য সংগঠনের পক্ষ থেকে গিয়াস উদ্দীন এর হাতে তুলে দেয়া হয়। (2)







via Daily Surmar Dak http://surmardak.com/2013/10/03/3181.html/

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

 

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক সংবাদ

সম্পাদক ও প্রকাশকঃ এস,এম, জহুরুল ইসলাম, দৈনিক সিলেট ভুমি কার্যালয়:- ইদ্রিছ মার্কেট-১৪/২,সিলেট-৩১০০ থেকে প্রকাশিত। Email: sylhetbhumi2013@gmail.com, Mobile: 01714-674551, .সর্ব স্বত্ব সংরক্ষিতঃ দৈনিক সিলেট ভুমি-২০১৩।> Copyright ©> Sylhet News-Sylhet Bhumi Design by DINAR-01717092424 | Theme by Sylhet Bhumi | Powered by Sylhet Bhumi