—–মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী
বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার কার্যনির্বাহী কমিটির এক সভা গতকাল মহানগর সভাপতি আলহাজ্ব মাওলানা সিরাজুল ইসলাম সিরাজীর সভাপতিত্বে ও মহানগর সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা এমরান আলমের পরিচালনায় লালদিঘীর পারস্থ মজলিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্যে মাওলানা সিরাজী বলেন, দেশ আজ এক কঠিন সংকটের দিকে ধাবিত হচ্ছে। ৯০ ভাগ মুসলমানের দেশে ঈমান ও ইসলাম নিয়ে বেঁচে থাকাই কঠিন হয়ে দাড়িয়েছে। তিনি বলেন, ইসলাম ও দেশ রক্ষার জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের কোন বিকল্প নেই। ক্ষমতাসীনদের কাছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকির সম্মুখীন। তিনি সরকারকে অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার আহবান জানান।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর সহ-সভাপতি হাফিজ ক্বারী মাওলানা আব্দুল মতিন, মাওলানা গাজী রহমত উল্লাহ, অধ্যক্ষ মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী, আলহাজ্ব মাওলানা পীর আব্দুল জব্বার, মহানগর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা তফজ্জুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি মাওলানা রশিদ আহমদ, বায়তুল মাল সম্পাদক মাওলানা জাকারিয়া আহমদ, প্রচার সম্পাদক মাওলানা আরিফুল হক ইদ্রিস, মাওলানা শাহিদুর রহমান, মাওলানা আব্দুল গাফফার, মোঃ ফাহাদ আমান, মাওলানা আতিকুর রহমান, হাফিজ রিয়াজ উদ্দিন আল মামুন, মাওলানা জাহাঙ্গীর আলম প্রমুখ।
সভায় বিগত মাসের রিপোর্ট পেশ, পর্যালোচনা ও আগামী পরিকল্পনা গ্রহণ করা হয় এবং মহানগর অফিস সম্পাদক হাফিজ কয়েছ আহমদের পিতা মোঃ ইউসুফ আলীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। পরে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার কাজ শেষ হয়।
বিস্তারিত... http://surmatimes.com/2013/10/03/36145.aspx/
via Sylhet News | সুরমা টাইমস http://feedproxy.google.com/~r/surmatimes/~3/5CxDDGWFLE0/
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন