.bangla { font-family: SolaimanLipi, Rupali, "Times New Roman", Serif, Vrinda; font-size: 15pt; }
Blogger Widgets

০৩ অক্টোবর, ২০১৩

‘আবারো শুনতে ইচ্ছে করে’

Abaro Sunte Issa kore সুরমা টাইমস বিনোদনঃ জিটিভি’র নিজস্ব স্টুডিওতে বৈঠকি আঙ্গিকের অনুষ্ঠান আবারো শুনতে হইচ্ছে করে। একজন উপস্থাপকের সঞ্চালনায় এই অনুষ্ঠানটি ধারন করা হবে। প্রতিপর্বে দুইজন শিল্পী গান পরিবেশন করবেন। গানের পাশাপাশি গান নির্ভর কিছু আলাপ আলোচনাও স্থান পাবে এই অনুষ্ঠানে। সঞ্চলনার দায়িত্ব পালন করবেন বাংলা গানের অন্যতম গীতিকার মোহাম্মদ রফিুজ্জামান।

এ প্রসঙ্গে মোহাম্মদ রফিকুজ্জান বলেন- ‘বাংলা সঙ্গীতের রয়েছে বিশাল ভান্ডার ও ঐতিহ্য। শুদ্ধ সঙ্গীতের সমঝদার থাকা সত্ত্বেও চ্যানেল গুলোতে এই ধরনের অনুষ্ঠান খুব বেশী দেখা যায়না। গান বাঙালী জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ। বাঙালী জীবনাচারণের সাথে সঙ্গীত ওতপ্রোতভাবে জড়িত। তাইতো সুরের ভেলায় মন রাঙাতে সবাই চায়। বৈঠকি আঙ্গিকে অনুষ্ঠানটি তৈরি হবে সেই সব গান নিয়ে যেসব গান আমাদের কানে অথবা মনে গেঁথে থাকে দীর্ঘদিন। এরকম গান দিয়েই সাজানো হয়েছে আবারো শুনতে ইচ্ছে করে অনুষ্ঠানটি।

অনুষ্ঠানে হারানো দিনের গান, জনপ্রিয় আধুনিক গান, অতুল প্রসাদ, রজনীকান্ত, ডি.এল রায়সহ পঞ্চকবির গান,বাউল আঙ্গিকের গান, এবং বাংলা চলচ্চিত্রের সোনালী সময়ের গান নিয়ে সাজানো হবে। তবে অনুষ্ঠানে গান পরিবেশন করবেন এই প্রজন্মের প্রতিভাবান শিল্পীরা।

নজরুল ইসলাম খানের প্রযোজনায় অনুষ্ঠানটি সপ্তাহের প্রতি বৃহস্পতিবার রাত ৯টা ৩৫মিনিটে জিটিভিতে প্রচার হবে।






বিস্তারিত... http://surmatimes.com/2013/10/03/36138.aspx/





via Sylhet News | সুরমা টাইমস http://feedproxy.google.com/~r/surmatimes/~3/o7KR97gnOkQ/

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

 

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক সংবাদ

সম্পাদক ও প্রকাশকঃ এস,এম, জহুরুল ইসলাম, দৈনিক সিলেট ভুমি কার্যালয়:- ইদ্রিছ মার্কেট-১৪/২,সিলেট-৩১০০ থেকে প্রকাশিত। Email: sylhetbhumi2013@gmail.com, Mobile: 01714-674551, .সর্ব স্বত্ব সংরক্ষিতঃ দৈনিক সিলেট ভুমি-২০১৩।> Copyright ©> Sylhet News-Sylhet Bhumi Design by DINAR-01717092424 | Theme by Sylhet Bhumi | Powered by Sylhet Bhumi