নাজমুল হোসেন,ইতালি থেকেঃ একাত্তরে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায়ে আনন্দ সভা ও মিষ্টি মুখ করেছে ইতালি আওয়ামিলিগ । ২ অক্টোবর মঙ্গলবার স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত আনন্দ সভা ও মিষ্টি মুখ অনুষ্ঠানে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে ট্রাইব্যুনালের দেওয়া রায়ের প্রতিক্রিয়ায়
ইতালি আওয়ামীলীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী বলেন,এই রায় আমাদের আরেক ঐতিহাসিক দিন । একে একে সকল মানবতা বিরোধী ও যুদ্ধোপরাধী দের সাজা প্রদানে জাতি আজ কলঙ্ক মুক্ত হচ্ছে ।বর্তমান সরকারের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবাহিত হচ্ছে ।৪২ বছর পর অবশেষে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে ট্রাইব্যুনাল রায় দিয়েছেন, ১৯৭৫ সাল থেকে তিনি আইনের আওতার বাইরে ছিল, আজ সেই আইনই তাকে সাজা দিয়েছে ।দুর্ভাগ্য জনকভাবে আমাদের বিরোধী দল একসময় তাকে শুধু সুরক্ষাই দেয়নি বরং তাকে সংসদ সদস্য করেছে। এই কারণেই এই রায়ে তারা নীরব। যুদ্ধাপরাধের আর সব রায়েও তারা সবসময় নীরব থেকেছে। এমনকি কাদের মোল্লার ফাঁসির রায়ের কার্যকারীতা পেছাতে গত মাসে সংবাদ সম্মেলনেও করেছেন বিএনপি সাংসদ মওদুদ আহমদ।যুদ্ধাপরাধীদের বাঁচাতে বিএনপি মরিয়া।
খুনি সাকা চৌধুরীর ফাঁসির আদেশে গভীর সন্তোষ প্রকাশ করেছেন ইতালি আওয়ামিলিগ সহ অঙ্গ সঙ্গটনের নেতৃবৃন্দরা ।
অনুষ্ঠানে প্রতিক্রিয়া জানান ইতালি আওয়ামীলীগের সহ সভাপতি হাবিব চৌধুরী, মিজানুর রহমান মিজান, জাহাঙ্গীর ফরাজী ,ইতালি যুবলীগের সভাপতি লিটন মুল্লা,সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ ।
বিস্তারিত... http://surmatimes.com/2013/10/04/36237.aspx/
via Sylhet News | সুরমা টাইমস http://feedproxy.google.com/~r/surmatimes/~3/tUyJUZkirmA/
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন