প্রয়াত সাংবাদিদ এমরানের প্রথম মৃত্যুবার্ষিকীতে ছাত্র যুব ফেডারেশনের স্মরণ সভায় বক্তারা
সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের উদ্যোগে গতকাল বিকেলে দৈনিক সিলেটের ডাক-এর স্টাফ রিপোর্টার উদীয়মান সাংবাদিক এমরান আহমদের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচ এম আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ স্মরণ সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের কলমে সমাজে সকল অত্যাচার-অনাচার, অপরাধ-অপকর্ম, নির্যাতন-নিপীড়ন, মানবাধিকার সহ সকল সমস্যার চিত্র উঠে আসে। তাই বস্তুনিষ্ঠ সাংবাদিকবৃন্দ সমাজের দর্পণ স্বরূপ। এমনি একজন ছিলেন সাংবাদিক এমরান। তিনি সব সময় মানুষ এবং সমাজ নিয়ে ভাবতেন ও লিখতেন। তার অনেক লিখনী সিলেটে আলোড়ন সৃষ্টি করেছিল। এমরান ছিলেন বস্তুনিষ্ঠ সাংবাদিকতার একজন কলম সৈনিক।
এ সভায় এমরানের আত্মার মাগফেরাত ও জান্নাত কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতীব আলহাজ্ব ক্বারী মাওলানা জমির উদ্দিন। সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও হোটেল মেট্রো ইন্টারন্যাশাল ও মেট্রো সেন্টারের ডেপুটি চেয়ারম্যান নজমুল আবেদীন খালিক বুলবুল, কানাইঘাট পৌরসভার সাবেক মেয়র পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক মোঃ ওলিউর রহমান, বক্তব্য রাখেন ফেডারেশনের সহ-সভাপতি সোহেল আহমদ, তাইফুর রহমান, দেলোয়ার হোসেন, রুহেল খান, সামছুল হুদা খান, মাহমুদুল হাসান চৌধুরী, তোফায়েল আহমদ ফাহিম, সুজায়েত হোসেন রিপন, তানভীর আহমদ, ফাহিম আহমদ, খালেদ হোসেন রুমেল প্রমুখ।
বিস্তারিত... http://surmatimes.com/2013/10/03/36211.aspx/
via Sylhet News | সুরমা টাইমস http://feedproxy.google.com/~r/surmatimes/~3/GgTO-0xLBQA/
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন