.bangla { font-family: SolaimanLipi, Rupali, "Times New Roman", Serif, Vrinda; font-size: 15pt; }
Blogger Widgets

২৫ মে, ২০১৩

ছাতকে দু’সরকারি অফিস দীর্ঘদিন ধরে বন্ধ


sunamganj map_1690
মাহমুদ আলম,ছাতক (সুনামগঞ্জ)ঃ ছাতকে জনগুরুত্বপূণ দুটি সরকারি অফিস দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। অফিস না থাকার কারনে ভূক্তভোগী সাধারণ মানুষ নানা সমস্যার সম্মুখিন হতে হচ্ছে। অগ্নিকান্ডে ভষ্মিভূত হওয়ায় অফিস দুটির সরকারি কার্যক্রম চলছে ঠিকানাহীনভাবে। উপজেলা সেটেলমেন্ট অফিস এবং বিট ও ফরেষ্ট অফিস পৃথক সময়ে রহস্যজনক অগ্নিকান্ডে ভষ্মিভূত হয়। উভয় ক্ষেত্রে তদন্ত কমিটি গঠন করা হলেও আগুনের সূত্রপাত এখনো মানুষের কাছে অজানা রয়ে গেছে। ২০১০ সালের ৩ এপ্রিল গভীর রাতে উপজেলা সেটেলমেন্ট অফিসে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ঘটনার তিন বছর অতিক্রান্ত হলেও ভষ্মিভূত সেটেলমেন্ট অফিস পুনঃনির্মাণের কোন উদ্যোগ নেয়া হয়নি। ভুমি জরিপ কার্যক্রমের আপিল শুনানি বন্ধ হয়ে আছে অগ্নিকান্ডের ঘটনার পর থেকে। ভষ্মিভূত কার্যালয়ের সংস্কার কাজ না হওয়ায় এখনো ধ্বংস স্তুপ নিয়ে দাড়িয়ে আছে টিন সেডের এ কার্যালয়টি।

এক সময়ের সবচেয়ে ব্যস্ততম সরকারী এ কার্যালয়টি প্রতিদিন শ’শ’ ভূমি মালিকের পদচারনায় এক সময় মুখরিত থাকতো সেটেলমেন্ট অফিস ও তার আশপাশ এলাকা। ভূমি মালিকদের প্রান কেন্দ্র ও লোক সমাগমে মুখরিত এ কার্যালয়টি হঠাৎ এক রহস্যজনক অগ্নিকান্ডের ঘটনায় জ্বলে-পুড়ে ছাই হয়ে যায় উপজেলার হাজার-হাজার ভূমি মালিকদের রেকর্ডপত্র। আগুনের সূত্রপাত সম্পর্কে বৈদ্যুতিক সর্ট সার্কিট সহ বিভিন্ন অজুহাত তৎকালীন সময় উপস্থাপন করা হয়। অগ্নিকান্ড সংঘটিত হওয়ার দিন প্রাকৃতিক দূর্যোগের কারনে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত কথাটি অবান্তর হয়ে পড়ে। তাৎক্ষনিকভাবে গঠন করা হয় ৩ সদস্য বিশিষ্ট ডিপার্টমেন্টালী তদন্ত টিম। ঘটনার ৫দিন পর ২০১০ সালের ৮ এপ্রিল ডিপার্টমেন্টালী তদন্ত করতে উচ্চ পর্যায়ের তদন্ত টিম ঘটনাস্থলে আসেন। ভুমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপ-পরিচালক (পে.অ-১) এবিএম ফজলুর রহমানের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত টিম একদিনের তদন্ত কাজ সম্পন্ন করেন।
এ সময় সিলেট জোনের চার্জ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব আবি আব্দুল¬াহ ও ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কারিগরি উপদেষ্টা হুম্য়াূন কবির তদন্ত টিমের সাথে ছিলেন। অগ্নিকান্ডের প্রায় দু‘মাস পর ২০১০ সালের ৭ জুন সোমবার আগুনের সূত্রপাত নিশ্চিত করতে পাওয়ার ডেভেলাপমেন্ট বোর্ড (পিডিবি) কর্তৃক ২য় দফা তদন্ত কাজ সম্পন্ন হয়। উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল মন্নান সরজমিনে ঘটনাস্থলে এসে তদন্ত কাজ সম্পন্ন করেন। সেটেলমেন্ট অফিস সূত্রে জানা যায়, ১৯৮৭-৮৮ সালে উপজেলার ৩শ’ ৮টি মৌজার ভূমি জরিপ কার্যক্রম শুরু হয়ে প্রায় শেষ পর্যায়ে চলে আসে। এর মধ্যে ১শ’ ৬৬টি মৌজার জরিপ কাজ শেষ হয়ে নতিপত্র বিভাগীয় কার্যালয়ে পাঠানো হয়। বাকী ১শ’ ৪২টি মৌজার আপিল শুনানি কার্যক্রম চলা অবস্থায় প্রায় ২২ বছরে সম্পন্ন হওয়া কাজ একরাতের আগুনে ভষ্মিভূত হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আইনুর আক্তার পান্না জানান, তার যোগদানের পরে সেটেলমেন্ট অফিসের কোন কর্মকর্তা-কর্মচারী এসব বিষয় নিয়ে যোগাযোগ করেনি। এ ব্যাপারে তিনি কিছুই জানেন না বলে জানান। এদিকে সরকারের আরেকটি গুরুত্বপূর্ন কার্যালয় ছাতক বিট ও ফরেষ্ট অফিস একইভাবে আগুনে ভষ্মিভূত হয়। চলতি বছরের ২৭ জানুয়ারি ভোর রাতে এক রহস্যজনক অগ্নিকান্ডে অফিসসহ যাবতীয় নথিপত্র ভষ্মিভূত হয়। অগ্নিকান্ডে অফিসিয়াল ফাইলপত্র, আসবাবপত্র, ৪টি বৈদুতিক পাখা, ১টি ফ্রিজ, ১টি টিভি, ২টি স্প্রে মেশিন, ১টি পানির পাম্প, সরকারি কাজে ব্যবহৃত ১টি মোটর সাইকেল ভষ্মিভূতসহ লক্ষাধিক টাকামুল্যের শিমুল ও জারুল গাছের চারা আগুনে নষ্ট হয়ে যায়।
সিলেট বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা আবুল বশর মিয়া তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন। অগ্নিকান্ডের সূত্রপাত নিয়ে কর্মকর্তাসহ অফিসে থাকা কর্মচারীদের দায়ী করছেন স্থানীয় লোকজন। অফিস ও সংলগ্ন কোয়ার্টারে অনৈতিক কর্মকান্ড ও বৈদুতিক হিটার জ্বালিয়ে রান্না-বান্নার কাজ করায় অসাবধানতার কারনে অগ্নিকান্ড ঘটেছে বলে স্থানীয়দের অভিযোগ। রহস্যজনক এ অগ্নিকান্ডের ঘটনায় বিট ও ফরেষ্ট কার্যালয়সহ গার্ড কোয়ার্টারের আংশিক ভষ্মিভূত হয়ে সরকারের সাড়ে ৬ লক্ষাধিক টাকার মালামাল ভষ্মিভূত হওয়ার পাশাপাশি সামাজিক বনায়নের লক্ষাধিক হিজল ও জারুল গাছের চারা নষ্ট হয়। এ অফিসটি পুনঃনির্মাণের কোন উদ্যোগ এখনো নেয়া হয়নি।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

 

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক সংবাদ

সম্পাদক ও প্রকাশকঃ এস,এম, জহুরুল ইসলাম, দৈনিক সিলেট ভুমি কার্যালয়:- ইদ্রিছ মার্কেট-১৪/২,সিলেট-৩১০০ থেকে প্রকাশিত। Email: sylhetbhumi2013@gmail.com, Mobile: 01714-674551, .সর্ব স্বত্ব সংরক্ষিতঃ দৈনিক সিলেট ভুমি-২০১৩।> Copyright ©> 2025 Sylhet News-Sylhet Bhumi Design by DINAR-01717092424 | Theme by Sylhet Bhumi | Powered by Sylhet Bhumi