.bangla { font-family: SolaimanLipi, Rupali, "Times New Roman", Serif, Vrinda; font-size: 15pt; }
Blogger Widgets

০৫ নভেম্বর, ২০১৫

প্রকাশক দিপন হত্যার প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

ANA PICনিউইয়র্ক থেকে এনা: যুদ্ধাপরাধীদের বিচারের অজুহাতে লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবীদের হত্যার চক্রান্ত কোনোভাবে মেনে নেয়া যায় না বলে মন্তব্য করেছেন নিউইয়র্কের নাগরিক সমাজের প্রতিনিধিরা। এখনই এই সব হত্যাকান্ড প্রতিরোধে দেশে- বিদেশে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার ডাক দেন তারা। গত ৩ নভেম্বর মঙ্গলবার (নিউইয়র্ক সময়) সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে প্রকাশক দিপনসহ মুক্তমনা লেখক, প্রকাশকদের হত্যার প্রতিবাদে বাঙ্গালী নাগরিক সমাজ নিউইয়র্ক আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা একথা বলেন। এতে সংহতি প্রকাশ করেন সিনিয়র সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, কবি হাসান আল আবদুল্লাহ, মুক্তিযোদ্ধা আবদুল মুকিত চৌধুরী, সাংবাদিক মুজাহিদ আনসারী, একাত্তর টেলিভিশনের ব্যুরো চীফ মাহফুজুর রহমান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সেক্রেটারি মনোয়ারুল ইসলাম, একুশে টেলিভিশনের যুক্তরাষ্ট্র প্রতিনিধি ইমরান আনসারী, সাংবাদিক মনিজা রহমান, ব্লগার আবদুর রহিম দিপু, সাবেক ছাত্রনেতা রাজিব হাসান, গোপাল সন্যাল প্রমুখ ।
প্রবীন সাংবাদিক সৈয়দ মুহাম্মদ উল্লাহ বলেন, যেভাবে মতপ্রকাশের উপর বারবার হামলা হচ্ছে –তা কিছুতেই মেনে নেয়া যায় না। এজন্য প্রতিবাদ নয় ঐক্যবদ্ধভাবে আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। একের পর এক হত্যাকান্ডের ঘটনা ঘটলেও সরকার প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনতে পারছে না সরকার।
যুক্তিযোদ্ধা আবদুল মুকিত চৌধুরী বলেন, এধরনের হত্যাকান্ড দেখার জন্য আমরা মুক্তিযুদ্ধ করেনি। দোষারূপের রাজনীতি বাদ দিয়ে অবিলম্বে দোষীদের বিচারের আওতায় আনতে হবে।
সাংবাদিক মুজাহিদ আনসারী বলেন, ৭১ এ বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে, এখন আগামী দিনের সম্ভাবনাময়ী বুদ্ধিজীবীদের হত্যা করা হচ্ছে । এর মাধ্যমে দেশকে মেধাশুন্য করার দেশী- বিদেশী চক্রান্ত চলছে। এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে করতে হবে।



via Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/1XQyTV8

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

 

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক সংবাদ

সম্পাদক ও প্রকাশকঃ এস,এম, জহুরুল ইসলাম, দৈনিক সিলেট ভুমি কার্যালয়:- ইদ্রিছ মার্কেট-১৪/২,সিলেট-৩১০০ থেকে প্রকাশিত। Email: sylhetbhumi2013@gmail.com, Mobile: 01714-674551, .সর্ব স্বত্ব সংরক্ষিতঃ দৈনিক সিলেট ভুমি-২০১৩।> Copyright ©> Sylhet News-Sylhet Bhumi Design by DINAR-01717092424 | Theme by Sylhet Bhumi | Powered by Sylhet Bhumi