.bangla { font-family: SolaimanLipi, Rupali, "Times New Roman", Serif, Vrinda; font-size: 15pt; }
Blogger Widgets

০৬ নভেম্বর, ২০১৫

আস্থা না থাকায় বিচার চাননি দীপনের বাবা : হান্নান শাহ

Hanna-Shah-md20151106083926সুরমা টাইমস ডেস্কঃ সরকারের উপর আস্থা না থাকায় আবুল কাশেম ফজলুল হক তার ছেলে দীপন হত্যার বিচার চাননি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিগ্রেডিয়ার জে. (অব.) আ স ম হান্নান শাহ। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ডক্টরর্স অ্যাসোশিয়েসন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। হান্নান শাহ বলেন, বর্তমান সরকারের উপর জনগণ আস্থা হারিয়ে ফেলেছে। এমনকি আস্থা হারিয়ে ফেলেছে ছেলে হারা বাবা, এটা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক বিষয়। সরকারের আইন-শৃংখলা বাহিনী অন্যায় মিথ্যাচার করতে করতে তাদের পেশাদারিত্ব হারিয়ে ফেলেছে দাবি করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, তারা আজ বিরোধী দলে নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করে বাণিজ্য করছে। এরা অপরাধীদের ধরতে দক্ষ না হলেও বিরোধী দলের নেতাকর্মীদের দমনে দক্ষ। দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এই সরকার সকল কিছু দলীয়করণ করেও শান্তিতে থাকতে পারেনি। এবার তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন করার। তার মানে সেখানে তারা অরাজকতা সৃষ্টি করতে চায়। সরকারের অন্যায় আচরণে দেশের মানুষ আজ অতিষ্ঠ হয়ে ওঠেছেন মন্তব্য করে তিনি বলেন, সম্পূণভাবে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে তারা। এইকভাবে কোনো সরকার ক্ষমতাকে চিরস্থায়ী করতে পারেনি। এরাও পারবে না। আয়োজক সংগঠনের মহাসচিব এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- সহ-সভাপতি ফরহাদ আলী ডোনার, রফিকুল ইসলাম বাচ্চু, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব জাকির হোসেন প্রমুখ।



via Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/1HfA4ZR

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

 

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক সংবাদ

সম্পাদক ও প্রকাশকঃ এস,এম, জহুরুল ইসলাম, দৈনিক সিলেট ভুমি কার্যালয়:- ইদ্রিছ মার্কেট-১৪/২,সিলেট-৩১০০ থেকে প্রকাশিত। Email: sylhetbhumi2013@gmail.com, Mobile: 01714-674551, .সর্ব স্বত্ব সংরক্ষিতঃ দৈনিক সিলেট ভুমি-২০১৩।> Copyright ©> 2025 Sylhet News-Sylhet Bhumi Design by DINAR-01717092424 | Theme by Sylhet Bhumi | Powered by Sylhet Bhumi