স্বেচ্ছায় রক্তদান ও মানবতার সেবায় নিয়োজিত সিলেটের শীর্ষস্থানীয় সামাজিক সংগঠন ‘ইয়ুথ স্টাফ, সিলেট’র সদস্য সম্মেলন ও মত বিনিময় সভা গত ০২/১১/১৫ ইং রোজ সোমবার মিরের ময়দানস্থ ডি.এল.আই মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মোঃ তানভীর হুসাইনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ‘ইয়ুথ স্টাফ, সিলেট’র সিনিয়র সহ-সভাপতি মোঃ ফয়সল মাহমুদ, সহ-সভাপতি সাব্বির আহমদ, সাধারন সম্পাদক ফুজায়েল আহমদ, যুগ্ম-সাধারণ সম্প্দাক ফজলে রাব্বি রাশেদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মালিক,অর্থ সম্পাদক তৌকির ইসলাম রিমু, জকিগঞ্জ ইউনিট এর সমন্নয়ক এমরান আহমদ, ডি.এল.আই এর পরিচালক রাসেল আহমদ প্রমূখ।সভায় বক্তারা আগামী দিনে একটি সুন্দর সমাজ বিনির্মাণে তরুনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনের প্রতি গুরুত্বারুপ করেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য বাবলু, মান্না, মুহিব, নুরুল, রাশেদ, লাহিন, দারদা, তায়েফ, খসরু, মুরাদ, বাপ্পি, সালমান, ইমরান, রাফি, মিলন, সাজু, বিজয়, দুলাল, আবুল, রঞ্জু, সৈকত, ইকবাল, পাপ্পু, মামুনুর, খয়রত, মাসুম, আতিকুল প্রমূখ।
via Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/1QdRXdw
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন