.bangla { font-family: SolaimanLipi, Rupali, "Times New Roman", Serif, Vrinda; font-size: 15pt; }
Blogger Widgets

০৪ নভেম্বর, ২০১৫

বিয়ানীবাজারে প্রবাসীর মার্কেট দখল চেষ্টার অভিযোগ

7সুরমা টাইমস ডেস্কঃ সংবাদ সম্মেলনে বিয়ানীবাজার উপজেলার দেবারাই গ্রামের আব্দুস সামাদ অভিযোগ করেছেন, সিলেটের বিয়ানীবাজারে যুক্তরাজ্য প্রবাসীর মার্কেট জবরদখলের চেষ্টা করছে ভুমিদস্যুরা। পুলিশ কোন ব্যবস্থা না নিয়ে উল্টো দখলবাজদের মামলার মাধ্যমে প্রবাসীর জায়গা রক্ষণাবেক্ষণকারিদের হয়রানি করছে। বুধবার বিকেলে সিলেটের জিন্দাবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।অভিযোগে দাবি করা হয়, বিয়ানীবাজার উপজেলার আছিরগঞ্জ বাজারে যুক্তরাজ্য প্রবাসী ডা. শফিক উদ্দিন ও আকিল উদ্দিনের মার্কেটে ৭টি দোকান কোটা রয়েছে। নামজারী ও সরকারী খাজনা দিয়ে দীর্ঘ চারদশক ধরে এগুলো ভোগদখল করে আসছেন তারা। সপ্রতি দেবারাই গ্রামের আব্দুল কুদ্দুস ও তার ভাই আব্দুল মতিন এ দোকান দখলে নেয়ার চেষ্টা করলে আদালতে মামলা হয়। জেলা জজ আদালত ও হাইকোর্টের মামলা আপীলে আব্দুল কুদ্দুস ও আব্দুল মতিন হেরে যান এবং দোকানভিটার মালিকানা প্রবাসী ডা. শফিক উদ্দিন ও আকিল উদ্দিনের সাব্যস্থ হয়।
এরপর থেকে আব্দুল কুদ্দুসের ছেলে আবু বকর সুহিন ও তার সহযোগিরা দোকানগুলো জবরদখলের চেষ্টা শুরু করে। তাদের এ অপচেষ্টা রোধে এ বছরের ১৭ জুন দোকানগুলোর কেয়ারটেকার বিয়ানীবাজার থানায় জিডি করেন। কিন্তু কোন ব্যবস্থা নেয়নি থানা পুলিশ। ফলে পরদিন ১৮ জুন রাতে আবু বকর সুহিন শতাধিক ভাড়াটে সন্ত্রাসী নিয়ে দোকানে হামলা চালায় ও ভাংচুর করে। এসময় প্রবাসী ডা. শফিকউদ্দিন ফোনে থানার ওসিকে দোকানগুলো রক্ষার অনুরোধ কররেও তাৎক্ষণিক সাড়া দেয়নি পুলিশ। বরং প্রবাসীর সাথে খারাপ আচরণ করেন থানার ওসি। চাপে পড়ে পুলিশ পরদিন দুপরে ঘটনাস্থলে গিয়ে চলে আসে। এরপর সুহিনরা আবারো দোকান ভাংচুর করে। এ ঘটনায় থানায় মামলা দিলেও পুলিশ প্রবাসীর পক্ষে মামলা নেয়নি।সংবাদ সম্মেলনে সুহিনদের প্রতিরোধ ও প্রবাসীদের কষ্টার্জিত টাকায় করা দোকানগুলো রক্ষায় বর্তমান সরকার কর্তপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করা হয়।



via Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/1XPAeeU

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

 

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক সংবাদ

সম্পাদক ও প্রকাশকঃ এস,এম, জহুরুল ইসলাম, দৈনিক সিলেট ভুমি কার্যালয়:- ইদ্রিছ মার্কেট-১৪/২,সিলেট-৩১০০ থেকে প্রকাশিত। Email: sylhetbhumi2013@gmail.com, Mobile: 01714-674551, .সর্ব স্বত্ব সংরক্ষিতঃ দৈনিক সিলেট ভুমি-২০১৩।> Copyright ©> Sylhet News-Sylhet Bhumi Design by DINAR-01717092424 | Theme by Sylhet Bhumi | Powered by Sylhet Bhumi