.bangla { font-family: SolaimanLipi, Rupali, "Times New Roman", Serif, Vrinda; font-size: 15pt; }
Blogger Widgets

০৪ অক্টোবর, ২০১৫

চুনারুঘাটে চোর সন্দেহে ঘরের ভিমের সাথে বেধে শিশুকে নির্জাতন : তুলপাড়

2015-10-03 16.52চুনারুঘাট প্রতিনিধি: চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের রাজারবাজারে গতকাল শনিবার দুপুর ১২ ঘটিকার দিকে সুপারি চোর সন্দেহে একই এলাকার কবির মিয়ার শিশু পুত্র শাহজান (১৩) কে ঘরের ভিমের সাথে বেধে দিনভর নির্যাতন করেন অত্র ইউপির প্রাক্তন মেম্বার শিরন মিয়া লস্কর। এ ঘটনায় এলাকায় তুলপাড় সৃষ্টি হয়েছে। এলাকাবাসী জানান, শিরন মিয়া লস্কর তার গাছের সুপারি চুরির ঘটনায় শাহজানের সম্পৃক্ততা আছে সন্দেহ করে রাজারবাজার থেকে শিশু শাহজানকে আটক করে ঘরের ভিমের সাথে বেধে লাঠি দিয়ে নির্মম ভাবে দফায় দফায় প্রহার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে। সরেজমিনে গিয়ে দেখা যায়, শিশু শাহজানের দুই হাত রশি দিয়ে ভিমের সাথে বাধা, বেতের লাঠি দিয়ে নির্মমভাবে প্রহার করছেন শিরন মিয়া লস্কর। এর প্রতিবাদে সামাজিক মাধ্যম ফেসবুক সহ সচেতন মহলে সমালোচনা ও নিন্দার ঝড় বইছে। উৎসুক জনতার ভিড় জমে। অপরদিকে অনেকেই বিষয়টি গোপনে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত রাজারবাজার বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবুলের হস্তক্ষেপে শিশু শাহজানকে মুক্ত করা হয়েছে বলে জানা যায়। নির্জাতিত শিশু শাহজানের বাবা কবির মিয়া উপজেলা আসামপাড়া বাজারে সাইকেল মেকামিক্সের কাজ করেন।



via Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/1YYNtex

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

 

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক সংবাদ

সম্পাদক ও প্রকাশকঃ এস,এম, জহুরুল ইসলাম, দৈনিক সিলেট ভুমি কার্যালয়:- ইদ্রিছ মার্কেট-১৪/২,সিলেট-৩১০০ থেকে প্রকাশিত। Email: sylhetbhumi2013@gmail.com, Mobile: 01714-674551, .সর্ব স্বত্ব সংরক্ষিতঃ দৈনিক সিলেট ভুমি-২০১৩।> Copyright ©> 2025 Sylhet News-Sylhet Bhumi Design by DINAR-01717092424 | Theme by Sylhet Bhumi | Powered by Sylhet Bhumi