.bangla { font-family: SolaimanLipi, Rupali, "Times New Roman", Serif, Vrinda; font-size: 15pt; }
Blogger Widgets

২৪ অক্টোবর, ২০১৫

কমলগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুদের বন্ধু গুড নেইবারস বাংলাদেশ

BMATমৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের কোনাগাঁও গ্রামের হতদরিদ্র পরিবারের শিশু মনির। বাবা থেকেও নেই। মনির ও তার ছোট বোনকে রেখে স্ত্রীকে তালাক দিয়ে দেন। বাধ্য হয়ে নানা বাড়ীতেই মনিরদের আশ্রয় নিতে হলো। এ বাড়ী ও বাড়ী কাজ করে খুব কষ্ট করে সংসার চালাচ্ছেন মনিরের মা। দুবেলা খেয়ে না খেয়ে দিনাতিপাত তাদের। বর্ষাকালে ছনবাশেঁর ভাঙা ঘরের চালের ফুটোয় বৃষ্টির পানি পড়ে সব ভাসিয়ে দেয় আর শীতেতো হাঁড় কাঁপানো হিম বাতাসে ছেড়া কাথাঁয় জবুথবু অবস্থা। সন্তানদের লেখাপড়া করানোর স্বপ্ন মায়ের কাছে দুঃস্বপ্নই বৈকি। ২০১২ ইং সালের মে মাসে গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির প্রকল্প ব্যবস্থাপক অখিল বাড়ৈ তার কয়েকজন সহকর্মীকে নিয়ে মনিরদের নানাবাড়ী আসেন। তাদের অবস্থা দেখে মনিরকে গুড নেইর্বাস-এর শিশু উন্নয়ন কর্মসূচীর আওতায় নিবন্ধিত করলেন। তাদের অন্যান্য নিবন্ধিত শিশুদের মতো মনিরদের তৈরি করে দেওয়া হলো ছোট একটি টিনের ঘর ও নিরাপদ টয়লেট। মনির এখন স্কুলে যায়। তার খাতা, কলম, বই, স্কুল ব্যাগ, টিউশন ফি সবকিছুই বহন করছে গুড নেইর্বাস। শুধু তাই নয় মনিরদের মতো প্রায় তেরোশ’ শিশু ও তাদের মা নিয়মিত চিকিৎসাসেবা, পুষ্টিকর খাবার ও শিক্ষা উপকরণ পাচ্ছে। মনিরের মা বলেন, আমাদের পারিবারিক অবস্থা আগের চেয়ে অনেক ভাল হয়েছে। আমাদের ঘর ছিল না, গুড নেইবারস থেকে ঘর পেয়েছি, টয়লেট ছিলনা টয়লেট পেয়েছি। প্রতিমাসে বিভিন্ন ধরনের জিনিস পাচ্ছি। চিকিৎসা সেবা পাচ্ছি, বিনামূল্যে ঔষধ পাচ্ছি, আমার ছেলের শিক্ষা উপকরণ পাচ্ছি। আমরা গুড নেইবারস এর প্রতি কৃতজ্ঞ। এছাড়াও ঈদ-পূজা বিভিন্ন ধর্মীয় উৎসব-পার্বণে এসব শিশুরা অতিরিক্ত সহযোগীতা হিসেবে কাপড়, চাল, ডাল সহ আনুসাঙ্গিক খরছ পেয়ে থাকে। গুড নেইবারস বাংলাদেশ, মৌলভীবাজার সিডিপির প্রকল্প ব্যবস্থাপক অখিল বাড়ৈ জানান, গুড নেইবারস বাংলাদেশ, মৌলভীবাজার সিডিপির আদমপুর ইউনিয়নের ১০ টি এবং ইসলামপুর ইউনিয়নের ২ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩১২ স্পন্সর শিশু নিয়ে আনুষ্ঠানিক ভাবে এর কার্যক্রম শুরু করলেও বর্তমানে ১২ টি বিদ্যালয়ের সুবিধাভোগী শিশুর সংখ্যা ১২৯৯ এবং সুবিধাভোগী মায়ের সংখ্যা ১০৫৪ জন এবং এ ১২ টি বিদ্যালয়ে গুড নেইবারস বাংলাদেশ, মৌলভীবাজার সিডিপির খন্ডকালীন শিক্ষকের সংখ্যা ৩২ জন। যারা তাদের শিক্ষা এবং মেধা দিয়ে এলাকার সুবিধা বঞ্চিত বিভিন্ন শ্রেণীর হত দরিদ্র শিশুদের বিদ্যালয় ছুটির পর অতিরিক্ত পাঠদান করা হয় এবং গুড নেইবারস মৌলভীবাজার প্রজেক্টের ৬১ শতক জমির উপর ৪৪ স্কয়ার ফিটের একটি নিজস্ব স্কুল বিল্ডিং আছে যেখানে হতদরিদ্র্র স্পন্সর শিশুরা পড়াশুনার সুযোগ পাচ্ছে। এই বিদ্যালয়ে নাম রাখা হয়েছে একে বাংলা স্কুল। যার বর্তমান ছাত্র সংখ্যা ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী শিক্ষার্থীর ১৫৪ এবং প্রাক-প্রাথমিক ১২৬ জন। মোট শিক্ষার্থীর সংখ্যা ২৮০ জন। এই ২৮০ জন শিক্ষার্থী শিক্ষা উপকরণসহ সম্পুর্ণ বিনা বেতনে অধ্যয়ন করার সুযোগ পাচ্ছে।
একটি আন্তর্জাতিক, মানবতাবাদী উন্নয়ন সংস্থা গুড নেইবারস এমন একটা বিশ্বের স্বপ্ন দেখে যেখানে দারিদ্রতা দুর হয়েছে, যেখানে দুরাশাগ্রস্থ মানুষ সামাজিক নিরাপত্তা, আত্মসম্মান এবং মর্যাদা নিয়ে বাস করেছে, যেখানে সুবিচার শুধুমাত্র ধনবানদের জন্য না হয়ে সবার জন্য, যেখানে সবাই স্বাগত, সম্মানিত, কুসংস্কার অথবা বৈষম্যমুক্ত, যেখানে নিজের জীবনকে গড়তে শিক্ষার উপকরণ সবার দ্বারা গৃহিত। গুড নেইবারস বাংলাদেশের জাতীয় পর্যায়ে প্রভাব সৃষ্টির মাধ্যমে প্রতিটি মানুষের মনে আশা জাগাতে চায়।



via Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/1MKGBby

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

 

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক সংবাদ

সম্পাদক ও প্রকাশকঃ এস,এম, জহুরুল ইসলাম, দৈনিক সিলেট ভুমি কার্যালয়:- ইদ্রিছ মার্কেট-১৪/২,সিলেট-৩১০০ থেকে প্রকাশিত। Email: sylhetbhumi2013@gmail.com, Mobile: 01714-674551, .সর্ব স্বত্ব সংরক্ষিতঃ দৈনিক সিলেট ভুমি-২০১৩।> Copyright ©> 2025 Sylhet News-Sylhet Bhumi Design by DINAR-01717092424 | Theme by Sylhet Bhumi | Powered by Sylhet Bhumi