তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ: নিজ বাসায় ফলের চাষ করে সফল হয়েছেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক। তাঁর গাছে গাছে এখন মাল্টা। প্রত্যেকটি গাছে মাল্টাই জানান দিচ্ছে তিনি সফল। সফল চাষী। গতকাল শুক্রবার সামাজিক মাধ্যম ফেইসবুকে বিশ্বনাথের ইউএনও আসাদুক হক ফল আসা ৩টি মাল্টা গাছের ছবি পোষ্ট করে জানিয়ে দেন তিনিও পারেন সব। এমন পোষ্ট দেখে অনেকেই খুশি হয়েছেন। ফেইসবুকে অনেকে তাঁর বাসায় আসার কথাও দিয়েছেন। এমন ইউএনও চায় সবাই।
এ ব্যাপারে বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক বলেন, জায়গা প্রস্তুত করার পূর্বে সামান্য উচু করতে হবে এরপর মাল্টা ও কমলা চাষ করা যাবে। কমলা ও মাল্টা চাষের উপযোগী বিশ্বনাথ উপজেলা।
via Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/1KwF6Mm
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন