ছাতকে যুবলীগের কর্মী সভা
মাহমুদ আলম,ছাতক প্রতিনিধিঃশিল্প মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য মুহিবর রহমান মানিক এমপি বলেছেন,সারা বিশ্ব যখন অর্থনৈতিক মন্দা মোকাবেলায় দিশেহারা তখন বাংলাদেশের অর্থনীতি শক্ত ভীতের উপর দাঁড়িয়ে প্রতিদিন দেশের রেকর্ড রিজার্ভ গড়ে তুলছে। বিশেষ করে নারী উন্নয়নে অভূতপুর্ব সাফল্যের জন্য বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘের সাউথ সাউথ পুরষ্কারে ভূষিত করা হয়েছে। যা দেশের জন্যে বিরল সম্মান বয়ে এনেছে। তিনি বলেন শেখ হাসিনা সরকারের এতসব সাফল্য ¤¬াণ করে দিতেই আজ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনা হচ্ছে। যুগান্তকারী সাফল্যের দিকে অগ্রসরমান এই সোনার বাংলাদেশকে বিরোধী দল পাকিস্তান ও আফগানিস্তানের মত জঙ্গিরাষ্ট্রে পরিণত করতে চায়। মুহিবুর রহমান মানিক এমপি দেশের উন্নয়নের অগ্রযাত্রা ও গনতন্ত্র রক্ষায় বিএনপি-জামাত জোটের সকল ধরনের নৈরাজ্য, নাশকতা ও জঙ্গিবাদ ঠেকাতে যুবলীগ কর্মীদের এগিয়ে আসার আহবান জানান।
তিনি গতকাল শনিবার ছাতক উপজেলা অডিটরিয়ামে উপজেলা যুবলীগের এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা যুবলীগের আহবায়ক আবু সাহাদাত লাহিনের সভাপতিত্বে এবং যুবলীগ নেতা এডঃ মাছুম আহমদ ও উত্তর খুরমা ইউ/পি চেয়ারম্যান বিল¬াল আহমদের যৌথ পরিচালনায় অনুষ্টিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক লুৎফুর রহমান সরকুম,সাবেক সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব আবরু মিয়া তালুকদার,সাধারণ সম্পাদক ছানাউর রহমান ছানা,যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ আহমদ ও চান মিয়া চৌধুরী,বিশিষ্ট ব্যবসায়ী ও যুবলীগ নেতা সাইফুর রহমান চৌধুরী খোকন,ছৈলা-আফজলাবাদ ইউনিয়ন আ’লীগ আহবায়ক গয়াছ আহমদ চেয়ারম্যান,নোয়ারাই ইউ/পি চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল,লক্ষীপুর ইউ/পি চেয়ারম্যান আমিরুল হক,সুরমা ইউ/পি চেয়ারম্যান আহমদ আলী আপন,দোয়ারা বাজার উপজেলা যুবলীগের আহবায়ক জসিম উদ্দিন মাষ্টার। আরো বক্তব্য রাখেন ছাতক ইউ/পি আওয়ামীলীগ আহবায়ক মাফিজ আলী,যুগ্ম-আহবায়ক নজমুল হোসেন,সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বাবুল রায়,পৌর যুবলীগের সাবেক আহবায়ক ছাব্বির আহমদ,ঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট উপজেলা সভাপতি কেডিএস এনামুল হোসেন,সহ-সভাপতি ফয়জুল কবির লাকী,যুগ্ম-সম্পাদক আমিনুল ই্সলাম আজির,উপজেলা যুবলীগ নেতা এডঃ আলা উদ্দিন,পীর মোহাম্মদ আলী মিলন,আবু হানিফা সায়মন,,দেলোয়ার হোসেন চয়ন,আবুল হাসনাত,মুজিবুর রহমান মালদার,গৌছ খান,ওবায়দুর রউফ বাবলু,সোহেল মাহমুদ,কহিন চৌধুরী,রাসেল আহমদ,বিলাল মিয়া,সুজন মিয়া,রেজাউল হক তালুকদার,ফখরুল হক মামুন,আঃ সাত্তার,হাবিবুর রহমান,ফারুক,আঃ হক,বাবুল সিকদার,আপ্তাব উদ্দিন,এডঃ জমির উদ্দিন,বিমান ঘোষ,অতুল দে,ফজলু মিয়া,ছাব্বির আহমদ,শিপন,আলম, রশিদ,গোলাম রহমান,কবির আহমদ,সোহেল মেম্বার,জাহাঙ্গীঁর মেম্বার,ইলিয়াস মেম্বার,আতর আলী মেম্বার,আঃ সোবহান মেম্বার,আঃ খালিক,আঃ কাদির,আসাদুজ্জামান,কফিল আহমদ,ছালিক মিয়া,লাল মিয়া,আরজ আলী,জামাল আহমদ প্রমূখ।
(7)
via Daily Surmar Dak http://surmardak.com/2013/10/27/4376.html/
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন