সিলেট জেলা উত্তর জামায়াতের সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন বলেন, বর্তমান সরকার একটি জালিম সরকার, ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করাই তাদের মূল উদ্দেশ্য। তারা দেশের শীর্ষ আলেম-উলামাদের অন্যায়ভাবে জেলে আটক রেখে নির্যাতন করছে। তত্ত্বাবধায়ক সরকার দেশের সর্বস্তরের মানুষের দাবী। এ দাবীর বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন নিয়ে দেশে শান্তি শৃংখলা বজায় রাখার আহবান জানান তিনি।
গতকাল শুক্রবার বাদ আসর ১৮ দলীয় জোট আয়োজিত সিলেট সরকারী আলীয়া মাদরাসা মাঠে আজকের মহাসমাবেশ সফলের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট সদর উপজেলার ৬ নং টুকের বাজার শাখার উদ্যোগে এক প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
টুকেরবাজার জামে মসজিদ থেকে মিছিলটি বের হয়ে কুমারগাও তেমুখী পয়েন্টে সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। ইউনিয়ন জামায়াতের সভাপতি গোলজার আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী ফখর উদ্দিনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর সুলতান খান, সেক্রেটারী জালাল আহমদ চেয়ারম্যান, সহকারী সেক্রেটারী আব্দুল লতিফ লালা মেম্বার, নাজির উদ্দিন আহমদ, খাদিমনগর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, শ্রমিক নেতা জৈন উদ্দিন, আবুল কাশেম, শিবির নেতা আবু ইউসুফ আকন্দ, জামাল উদ্দিন, মহিউদ্দিন, আহমদ মাসুম, শামীম আহমদ, ফয়সল আহমদ, জামায়াত নেতা মাওলানা আব্দুল হাকীম, নজরুল ইসলাম ফারুক, আলাউদ্দিন, ফয়ছল খান, ইলিয়াস চৌধুরী মহিন প্রমুখ। বিজ্ঞপ্তি
বিস্তারিত... http://surmatimes.com/2013/10/04/36290.aspx/
via Sylhet News | সুরমা টাইমস http://feedproxy.google.com/~r/surmatimes/~3/galvBfq2JWE/
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন