কমলগঞ্জ সংবাদদাতাঃ ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের পণ্য প্যারাস্যুট বেলীফুল লাইটের প্রচারে কমলগঞ্জে ‘স্টাইলিশ হেয়ার অব দ্য ক্যাম্পাস’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের ছাত্রীরা অভিনয়, নাচ ও ফ্যাশন শো এ তিনটি বিভাগে প্রতিযোগিতায় অংশ নেন। প্রাথমিক বাছাই প্রক্রিয়া শেষে চুড়ান্ত পর্বে ১৮ জন প্রতিযোগিতায় অংশ নেন। ৩ বিভাগে ৬ জন বিজয়ী হিসেবে নির্বাচিত হন। অভিনয়ে নাজমা আক্তার, নাচে নাসেরী রহমান ও হালিমা আক্তার রুপা এবং ফ্যাশন শো’তে রিমা আক্তার, জেনী ও সানিয়া নির্বাচিত হন। পরে বিজয়ী ৬ জনের মধ্যে থেকে স্টাইলিশ হেয়ার অব দ্য ক্যাম্পাস নির্বাচিত হন রিমা আক্তার।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে প্যারাসুট বেলীফুল লাইটের ক্রেস্ট তুলে দেন বিচারক চট্রগ্রাম উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের ডিরেক্টর সাবিনা একরাম সিরাজী (এ্যানী), কমলগঞ্জ আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্য মো: হেলাল উদ্দিন।
বিস্তারিত... http://surmatimes.com/2013/10/03/36112.aspx/
via Sylhet News | সুরমা টাইমস http://feedproxy.google.com/~r/surmatimes/~3/-8X8N8g9Iqk/
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন