.bangla { font-family: SolaimanLipi, Rupali, "Times New Roman", Serif, Vrinda; font-size: 15pt; }
Blogger Widgets

২৭ অক্টোবর, ২০১৩

সীমান্ত থেকে বাংলাদেশী এক যুবককে ধরে নিয়েগেছে বিএসএফ


FILES-INDIA-BANGLADESH-POLITICS মোজাম্মেল আলম ভূঁইয়া,সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার তাহিরপুর সীমান্ত থেকে বাংলাদেশী এক যুবককে ধরে নিয়েগেছে ভারতীয় বিএসএফ। আটককৃত যুবকের নাম-জনিক মিয়া (১৮)। সে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া শুল্ক ষ্টেশন এলাকার জিলু মিয়ার ছেলে। স্থানীয়রা জানায়,বিজিবি সোর্স পরিচয়ধারী লাকমা গ্রামের শহীদ মিয়া,দুধের আউটা গ্রামের জিয়াউর রহমান জিয়া বিজিবি ক্যাম্পের নামে সাপ্তাহিক ২হাজার টাকা উৎকোচ নিয়ে প্রতিদিনের মতো গতকাল শনিবার সকাল ৬টায় গাড়ির টায়ায় ও লোহা আনার জন্য বড়ছাড়া সীমান্তে ১৯০০নং পিলার এলাকা দিয়ে যুবক জনিক মিয়াসহ আরো ৮-১০জনকে অবৈধভাবে ভারতে পাঠায়। পরে সকাল সাড়ে ৭টায় টায়ার ও লোহা নিয়ে সবাই ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে ভারতের শ্রীলং জেলার বড়ছড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাড়া করে। এসময় বেশির ভাগ লোক পালিয়ে আসতে সক্ষম হলেও জনিক মিয়াকে বিএসএফ আটক করে ফেলে। এখবর জানাজানি হওয়ার পর টেকেরঘাট বিজিবি ক্যাম্প থেকে আটককৃত যুবককে ফেরত চেয়ে বিএসএফের নিকট চিটি দেয়া হয়। কিন্তু বিএসএফ চিটির সাড়া না দিয়ে ওই যুবককে জেল হাজতে প্রেরন করে। এঘটনার পর থেকে আটককৃত যুবকের মা-বাবা তাদের ছেলেকে ফিরে না পেয়ে বার বার জ্ঞান হারিয়ে ফেলছে। সেই সাথে টেকেরঘাট বিজিবি ক্যাম্পে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়ছেন। এব্যাপারে টেকেরঘাট বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার নূরুল ইসলাম বলেন,ভারতে আটককৃত যুবককে ফেরত চেয়ে চিটি পাঠানো হয়েছিল,কিন্তু বিএসএফ কোন সাড়া দেয়নি।


(5)







via Daily Surmar Dak http://surmardak.com/2013/10/27/4322.html/

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

 

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক সংবাদ

সম্পাদক ও প্রকাশকঃ এস,এম, জহুরুল ইসলাম, দৈনিক সিলেট ভুমি কার্যালয়:- ইদ্রিছ মার্কেট-১৪/২,সিলেট-৩১০০ থেকে প্রকাশিত। Email: sylhetbhumi2013@gmail.com, Mobile: 01714-674551, .সর্ব স্বত্ব সংরক্ষিতঃ দৈনিক সিলেট ভুমি-২০১৩।> Copyright ©> 2025 Sylhet News-Sylhet Bhumi Design by DINAR-01717092424 | Theme by Sylhet Bhumi | Powered by Sylhet Bhumi