নানকার বিদ্রোহের রূপকার কমরেড অজয় ভট্টাচার্যের মৃত্যুবার্ষিকীতে বক্তারা
সাম্রাজ্যবাদী পরিকল্পনায় তার এদেশীয় দালালদের ক্ষমতা ও গদি নিয়ে কামড়া-কামড়ি জনিত সংঘাত, সংঘর্ষ-নৈরাজ্য এবং কথিত সংলাপের ডামাঢোলের মধ্যে বাংলাদেশে মার্কিন সাম্রাজ্যবাদের সেনা উপস্থিতি, সামরিক ঘাঁটি স্থাপন ও আগ্রাসন চালানোর লক্ষ্যে কথিত সন্ত্রাসবাদ দমনের নামে মার্কিন সা¤্রাজ্যবাদের সাথে যে ‘সন্ত্রাসদমন চুক্তি’ স্বাক্ষরিত হয়েছে তা জাতীয় ও জনস্বার্থ বিরোধী এবং আত্মঘাতী। এই চুক্তির ফলে মার্কিন সাম্রাজ্যবাদকে যে কোন সময় পাকিস্তানের ন্যায় ড্রোন হামলাসহ আইনগত সহায়তার নামে যে কোন ব্যবস্থা গ্রহণের বৈধতা দেয়া হল। মহজোট সরকার সা¤্রাজ্যবাদী স্বার্থ রক্ষা করে ক্ষমতা দীর্ঘায়িত করার মানসে জনগণের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন করে বিরোধী মতকে দমন করতে স্বৈরতান্ত্রিকভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশের উপর নিষেধাঞ্জা দিয়ে অঘোষিত জরুরী অবস্থা জারী করেছে। অন্যদিকে ক্ষমতাপ্রত্যাশী সা¤্রাজ্যবাদের দালাল অপরাংশ জাতীয় ও জনস্বার্থ উপেক্ষা করে যেন তেন উপায়ে ক্ষমতা যেতে মরিয়া। সা¤্রাজ্যবাদী নিয়ন্ত্রণে যে নামে বা যে পদ্ধতিতেই নির্বাচন হোক না কেন, আর তাতে যে দল বা জোটই ক্ষমতায় আসুক না কেন জনগণের তাতে কোন লাভ নেই। তাই দেশের শ্রমিক-কষক-মেহনতি জনতা তথা দেশপ্রেমিক জনগণকে সা¤্রাজ্যবাদ ও তার এদেশীয় দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম গড়ে তুলে সা¤্রাজ্যবাদ-সামন্তবাদ মুক্ত শোষণহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে অগ্রসর হতে হবে- এটই হচ্ছে কমরেড অজয় ভট্টাচার্যের শিক্ষা। ২৫ অক্টোবর বিকেলে নানকার বিদ্রোহের রূপকার, উপমহাদেশের প্রখ্যাত কমিউনিস্ট বিপ্লবী নেতা কমরেড অজয় ভট্টাচার্যের ১৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ কমলগঞ্জ উপজেলা কমিটির এক আলোচনা সভায় বক্তারা উপরোক্ত বক্তব্য রাখেন। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট নেতা ও বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি কবি শহীদ সাগ্নিকের সভাপতিত্বে ও এনডিএফ কমলগঞ্জ উপজেলা কমিটির যুগ্ম-আহবায়ক অমলেশ শর্ম্মার পরিচালনায় শমসেরনগরস্থ উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মৌলভীবাজার জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নুরুল মোহাইমীন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, কৃষক সংগ্রাম সমিতির জেলা নেতা ডা. অবনী শর্মা, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সহ-সভাপতি নুরুজ্জামান চুনু, জাতীয় ছাত্রদল জেলা কমিটির আহবায়ক নুর মোহাম্মদ তারাকী ওয়েছ, আব্দুল মুগনী খান হেলাল, নাইওর মিয়া, ফটিকুল ইসলাম রাজু প্রমূখ। সভায় বক্তারা আরও বলেন কমরেড অজয় ভট্টাচার্য সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা গ্রামে জমিদার পরিবারে জন্ম গ্রহণ করেও স্ব শ্রেণীর বিরুদ্ধে দাড়িয়ে সিলেট অঞ্চলের দাসপ্রথা সমতুল্য ‘নানকার’ প্রথার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গড়ে তুলেন এবং নানকার প্রথার উচ্ছেদ করেন। আন্দোলন সংগ্রামের পাশাপাশি ধারাবাহিকভাবে তিনি বিপ্লবী সাহিত্য চর্চাও করেন। নানকার বিদ্রোহের উপর তিনি ‘নানকার বিদ্রোহ’ নামক ঐতিহাসিক প্রামাণ্য গ্রন্থসহ ইতিহাসের ছেড়া পাতা, সুবল মাঝির ঘাট, কুলিমেম, রাজনগর, বাতাসীর মা, অরণ্যানী, অর্ধশতাব্দী আগে এদেশের গণআন্দোলন কেমন ছিল ইত্যাদি গ্রন্থ রচনা করেন। একজন মার্কসবাদী লেলিনবাদী তাত্ত্বিক নেতা হিসেবে তিনি সকল রূপের সংশোধনবাদের স্বরূপ উন্মোচনে কমরেড আব্দুল হকের সাথে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। আমৃত্যু সা¤্রাজ্যবাদ সামন্তবাদ বিরোধী লড়াইয়ের এই অগ্রসেনানী ৭ বারে মোট ২০ বছর কারাবাস করেন। ১৯৯৯ সালের ১৩ অক্টোবর ৮৫ বছর বয়সে মহান এই বিপ্লবী নেতা মৃত্যুবরণ করেন।
(4)
via Daily Surmar Dak http://surmardak.com/2013/10/27/4326.html/
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন