আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজারঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সদরের ব্যবসায়ী মাগুরা নিবাসী সঞ্জিব দেব এর একমাত্র শিশুকন্যা সন্তান,পোলিও টিকা দেওয়ার কারনে মারা গেছে বলে শিশুটির পরিবার থেকে অভিযোগ উঠেছে। শিশু নিহা দেব এর পিতা সঞ্জিব দেব ও নানা রনজিত দেব সহ পরিবারের সদস্যদের অভিযোগ পেন্টা ওয়ান টিকা বা পোলিও টিকার মধ্যে যেকোন সমস্যার কারনে নিহা দেব এর মৃত্যু হয়েছে । খোজ নিয়ে জানা যায়, শিশু নিহা দেবকে শ্রীমঙ্গলে তার নানার বাড়িতে গত বুধবার ১২ টায় শ্রীমঙ্গল পৌরসভার তত্বাবধানে স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে পেন্টা ওয়ান টিকা দেয়া সহ পোলিও টিকা খাওয়ানো হলে রাত ১১ টার দিকে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। ফলে পরিবারের সদস্যরা শিশুটিকে তাৎক্ষনিক শ্রীমঙ্গলের মুক্তি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত ডাঃ শিশুটিকে মৃত ঘোষনা করেন। এব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ নজীবুজ শহীদ এমএনএকে জানান, শিশুটির মুত্যুর কথা তিনি শুনেছেন। তবে কি কারনে শিশুটির মুত্যু হয়েছে ঘটনা অনুসন্ধানে শ্রীমঙ্গলের হাসপাতালের এমওডিসি ডাঃ রঞ্জিত কে প্রধান করে বৃহস্পতিবার ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। অপর দিকে মৌলভীবাজার সির্ভিল সার্জন ডাঃ গোলাম রাজ্জাক চৌধুরী এমএনএকে জানান। শিশুটির মৃত্যুর কারন বের করতে মৌলভীবাজার সিভিল সার্জন অফিস থেকে বৃহস্পতিবার ৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছেন। নিহাদেবের মৃত্যুর খবরটি জানাজানি হবার পর পেন্টা ওয়ান টিকা দেয়া সহ পোলিও টিকা খাওয়ানো শিশুদের অভিবাভকদের মনে আতংক বিরাজ করছে।
বিস্তারিত... http://surmatimes.com/2013/10/04/36257.aspx/
via Sylhet News | সুরমা টাইমস http://feedproxy.google.com/~r/surmatimes/~3/ZRowd4o6pmY/
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন