সিলেট ভুমিঃ সিলেটে সিপিবি ও বাসদের সমাবেশে হামলাকারীদের গ্রেফতার না করায় বর্তমান সরকারকে সন্ত্রাসীদের পাহারাদার বলে মন্তব্য করেছেন সিলেটের সিপিবি ও বাসদ নেতারা। সোমবার অর্ধদিবস হরতাল শেষে নগরীর কোর্ট পয়েন্টে আয়োজিত সমাবেশে নেতারা এ মন্তব্য করেন। বক্তারা বলেন, এ হামলার দায় সরকার এবং তার দল কোনো ভাবেই এড়িয়ে এতে পারেন না। হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের আশ্বাস দিলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। তারা বলেন, যদি সন্ত্রাসীদের গ্রেফতার করা না হয় তবে ধরে নেওয়া হবে এ সরকার সন্ত্রাসীদের পাহারাদার। গণতন্ত্র, শুভবুদ্ধি ও সভ্যতার বিরুদ্ধে এই হামলা হয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, এই হামলা গণতন্ত্রের বিরুদ্ধে। তাই গণতন্ত্র চাইলে প্রতিবাদী ছাত্র জনতাকে বাম বিকল্পের সঙ্গে যুক্ত হতে হবে। প্রধানমন্ত্রী সিলেট আগমনের পূর্বেই সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়ে বক্তারা বলেন, যদি সন্ত্রাসীদের গ্রেফতার করা না হয়, তবে প্রধানমন্ত্রীর সমাবেশ শেষে সিলেটের সাধারণ জনতাকে নিয়ে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। সিপিবি’র সিলেট জেলা শাখার সভাপতি বেদানন্দ ভট্টচার্যের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- সিপিবি’র জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. আনোয়ার হোসেন সুমন, অ্যাড. নিরঞ্জন দাস খোকন, রফিকুল ইসলাম রানা, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি মতিউর রহমান প্রমুখ। এর আরে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শান্তিপূর্ণ হরতাল পালিত হয়।
উল্লেখ্য, রোববার বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর সিলেট বিভাগীয় সমাবেশে ছাত্রলীগের হামলা ও সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমসহ ২৫ জন আহত হওয়ার ঘটনায় সিলেটে দল দু’টি সোমবার অর্ধদিবস হরতালের ডাক দেয়।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন