
সিলেট ভুমিঃ জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেয়ার দুই ঘণ্টার মধ্যেই ওয়াক আউট করেছে প্রধান বিরোধী দল বিএনপি। বিকাল পাঁচটা ৫২ মিনিটে বিরোধী দলের নেতা খালেদা জিয়ার নেতৃত্বে তারা সংসদ অধিবেশনে অংশ নেন। রাত আটটায় বিরোধী দলের সিনিয়র এমপি ব্যরিস্টার মওদুদ আহমেদ বক্তব্য রাখছিলেন। তিনি তার বক্তব্যে সভা সমাবেশের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহার এবং সংসদে দুঃখ প্রকাশের আহবান জানান এবং সভা সমাবেশের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে ওয়াকআউটের ঘোষণা দেন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন