
এস,এম, জহুরুল ইসলামঃ গতকাল সোমবার বেলা ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে সিলেট সিটি করপোরেশনের রিটার্নিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভায় পাশাপাশি বসে পড়লেন সিলেট সিটি করপোরেশন নির্বাচনের দুই প্রধান প্রতিদ্বন্দ্বী সদ্য বিদায়ী মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ও সাবেক নগর উন্নয়ন কমিটির চেয়ারম্যান আরিফুল হক চৌধুরী । কিছু সময় খোশগল্পও হলো তাদের মধ্যে। বাইরে একজন আরেকজনের বিরুদ্ধে অনেক কথা বলে বেড়ালেও এখানে তার লেশমাত্র দেখা যায়নি।
নির্বাচনি মাঠের এই দুই হেভিওয়েট প্রার্থীর এমন খোশগল্পের দৃশ্য ধারণ করতে এ সময় গণমাধ্যম কর্মীদের ভিড় লেগে যায়। পরে এক বক্তব্যে মেয়র কামরান তাদের দুইজনের মধ্যে খোশগল্প হয়েছে বলে জানান । অনুষ্ঠানে দর্শক গ্যালারিতে বসা ছিলেন কামরান-আরিফ। আর সামনের মঞ্চের আসনে বসা ছিলেন রিটার্নিং অফিসার ও আইন-শৃঙ্খলা রা বাহিনীর সদস্যরা।এছাড়া দর্শক আসনে মেয়র প্রার্থী, সংরতি ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উপস্থিত ছিলেন। আগামী ১৫ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ১৪ দল সমর্থিত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের প্রতীক আনারস। অন্যদিকে ১৮ দলীয় জোট সমর্থিত নাগরিক জোটের প্রার্থী আরিফুল হক চৌধুরীর প্রতীক টেলিভিশন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন