
আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজার থেকেঃ মৌলভীবাজারের রাজনগর উপজেলার গোবিন্দবাটি,তে ব্যবসায়ী সেলিম আহমদের কাছ থেকে ১লক্ষ ১৩ হাজার টাকা ছিনতাই হয়েছে। ৫ জন ছিনতাইকারী দুটি মটরসাইকেলে এসে অস্ত্রের মুখে জিম্মি করে টাকাগুলো ছিনিয়ে নেয়। রোববার বিকাল সাড়ে ৫টার সময় ঘটনাটি ঘটেছে।সেলিম আহমদ জানান, বিকেলে ব্রাক ব্যাংকের মৌলভীবাজার শাখা থেকে ১লক্ষ ১৩ হাজার টাকা উত্তোলন করে সিএনজি যোগে রাজনগর উপজেলার আমিরপুর গ্রামে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় রাজনগর-মৌলভীবাজার সড়কের গোবিন্দবাটি নামক স্থানে ২টি মোটরসাইকেলে করে ৫ জন ছিনতাইকারী অস্ত্রের মুখে টাকা ছিনিয়ে নিয়ে যায়।রাজনগর থানার অফিসার ইনচার্জ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন