মোজাম্মেল আলম ভূঁইয়া,সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার জামালগঞ্জে বাল্য বিয়ে বন্ধ করেছে ইউএনও। গতকাল শুক্রবার বিকেলে এঘটনাটি ঘটেছে উপজেলার সাচনা বাজার ইউনিয়নের পলক গ্রামে। বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পাওয়া কিশোরীর নাম মাহফুজা বেগম (১৫)। সে উপজেলার পলক গ্রামের আব্দুনুর মিয়ার মেয়ে। স্থানীয়রা জানায়,শুক্রবার বিকেলে বেহেলী ইউনিয়নের হরিনাকান্দি গ্রামের ইসমাইল মিয়ার ছেলে রোকশাদ মিয়ার সাথে কিশোরী মাহফুজার বিয়ের আয়োজন করা হয়। বাংলাদেশ মহিলা সংস্থার জামালগঞ্জ শাখার মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাল্য বিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শফি কামাল। এসময় তার সাথে উপস্থিত ছিলেন,ভাইস চেয়ারম্যান মিসবাহ উদ্দিন,প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুকায়স্থ,সাধারণ সম্পাদক আকবর হোসেন,ইউপি সদস্য আতাউর রহমানসহ আরো অনেকেই।
(0)
via Daily Surmar Dak http://surmardak.com/2013/10/05/3256.html/
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন