মোজাম্মেল আলম ভূঁইয়া,সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুরে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় মহিলাসহ ১২জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুত্বর অবস্থায় জাহানারা বেগম (৩৪),আসিয়া বেগম (৩২),মকরম আলী (৪৮),আকরাম আলী (৪২)কে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয়রা জানায়,গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় উপজেলার ধনপুর গ্রামের আকরাম আলী ও মিন্টু মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে প্রায় আধা ঘন্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় মহিলাসহ উভয় পক্ষের ১২জন আহত হয়। এঘটনার আগে সকাল ১০টায় আকরাম আলী ও মিন্টু মিয়ার মধ্যে জমি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। বিশ্বম্ভরপুর থানার ওসি আশেক সুজা মামুন এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(0)
via Daily Surmar Dak http://surmardak.com/2013/10/05/3272.html/
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন