মোজাম্মেল আলম ভূঁইয়া,সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার তাহিরপুরে আনন্দে শিখি ইংরেজী ইংলিশ ইন একশন মেলার উদ্বোধন করা হয়েছে। ইউকে এইড এর অর্থায়নে ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাস্তবায়নে গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় তাহিরপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এমেলার আনুষ্টানিক উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ইয়ামিন খান। মেলায় তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয়,বালিকা উচ্চ বিদ্যালয়,মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ছাত্র-ছাত্রী,শিক্ষক,স্কুল ম্যনেজিং কমিটি,তরুন-তরুনী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন। সবার জন্য উন্মূক্ত মেলায় ইআইএ ক্লাসরুমে ব্যবহৃত প্রযুক্তি ও পদ্ধতি বাস্তব অভিজ্ঞতা অর্জন,শিক্ষক-অভিভাবক বুথ,ইন্টারেক্টিভ শিক্ষামূলক গেম,ইংরেজী শিক্ষক প্রশিক্ষন,বিবিসি জানালা সহ একাধিক বুথের ব্যবস্থা করা হয়েছে।
(0)
via Daily Surmar Dak http://surmardak.com/2013/10/05/3268.html/
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন