ইলিয়াস নেই শূন্যতা পূরন করতে লুনা
আব্দুল হালিম সাগরঃ অবশেষে অধীর প্রতিক্ষার অবসান হলো সিলেট সার্কিট হাউসে দীর্ঘ প্রতিক্ষার পর রাত ১.৪০মিনিটের সময় মোটর শুভাযাত্রা ও গাড়ী বহর নিয়ে পৌছান বিএনপি’র চেয়ারপার্সন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া। সার্কিট হাউসে গাড়ী বহর পৌছার সাথে সাথে অপেক্ষমান বিএনপি ও ১৮দলীয় জোটের নেতাকর্মীরা মুর্হুমুহু করতালী ও বিভিন্ন শ্লোগান দিয়ে বরণ করে নেন বেগম জিয়াকে। এসময় তাকে ফুল দিয়ে স্বাগত জানান সার্কিট হাউসে অবস্থানরত সিলেট বিএনপি ও ১৮দলীয় জোটের নেতৃবৃন্দ। বেগম জিয়া গতকাল বিকেল ৪টায় ঢাকা গুলশানস্থ বিএনপির কার্যালয় থেকে প্রায় কয়েকশত গাড়ী নিয়ে সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। পতিমধ্যে পূর্বনির্ধারিত সমাবেশ না থাকলেও শেরপুরে একটি পথসভায় যোগদান করেন বিরোধীদলীয় নেত্রী ও বিএনপি’র স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বিরোধীদলীয় নেত্রীর পর পরই সিলেট সার্কিট হাউজে আসেন নিখোঁজ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম.ইলিয়াস আলীর সহধর্মীনি লুনা। সে সময় ইলিয়াস ভক্ত শতশত নেতাকর্মীরা ইলিয়াস ভাই ইলিয়াস ভাই বলে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে বরণ করে নেন ইলিয়াস পতœীকে।
বিএনপির চেয়ারপার্সনের সফর সঙ্গী হিসাবে সিলেট সার্কিট হাউজে আসেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। খালেদা জিয়ার সিলেটে আগমন উপলক্ষ্যে ইতিপূর্বে মহাসমাবেশ প্রস্তুতি কমিটি সব রকম প্রস্তুতি সম্পন্ন করে রাখেন। প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। খালেদা জিয়ার গাড়ী বহরে কোন ধরনের নাশকতা এড়াতে সিলেট নগরী সহ মোটর শুভাযাত্রার গন্তব্যস্থল পর্যন্ত বিভিন্ন পয়েন্টে পয়েন্টে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। পাশা পাশি র্যাব ও সাদা পোষাকধারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা টহল দিতে থাকেন এবং নিরাপত্তা জোরদার করতে ঢাকা থেকে ব্যক্তিগত নিরাপত্তা রক্ষাকারী বাহিনী গাড়ী বহর আসার আগেই সিলেট সার্কিট হাউজে এসে অবস্থান নেয়। বেগম জিয়ার গাড়ী বহর সার্কিট হাউজে আসার পরই সিলেট বিএনপি ও বিএনপির অংগসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন শ্লোগান দিয়ে মিছিল সহকারে সার্কিট হাউজে প্রবেশ করে। সে সময় সার্কিট হাউজে অবস্থানরত নেতাকর্মীরাও মিছিলের সাথে একাত্ত্বতা পোষন করে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। এরিপোর্ট লেখা পর্যন্ত বেগম জিয়া সিলেটে অবস্থানরত বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সিলেট বিএনপি ও ১৮দলের নেতৃবৃন্দ এবং সাংবাদিকদের সাথে আজকের সমাবেশকে সফল করে তুলতে সার্বিক সহযোগীতা কামনা করেন। আজ দুপুরে হযরত শাহ্জালাল ও শাহ্পরান (রঃ) মাজার জিয়ারত শেষে সিলেট সরকারী আলীয়া মাদ্রাসা মাঠে সিলেট বিএনপির স্মরনকালের মহাসমাবেশে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবীতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।
উল্লেখ্য সিলেটে খালেদা জিয়ার আগের সমাবেশে ছিলেন সিলেট বিএনপির কান্ডারী হিসাবে পরিচিত এম.ইলিয়াস আলী। সে সমাবেশের সকল আয়োজনই করেছিলেন তিনি। কিন্তু এবারের মহাসমাবেশে নিখোঁজ ইলিয়াস আলী না থাকলেও তার প্রতিনিধীত্ব করবেন ইলিয়াস পতœী লুনা।
বিস্তারিত... http://surmatimes.com/2013/10/04/36242.aspx/
via Sylhet News | সুরমা টাইমস http://feedproxy.google.com/~r/surmatimes/~3/3BdZ-D2RWL4/
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন